X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যুব গেমস ফুটবলের ফাইনালে সিলেট-রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১৮:৪১আপডেট : ১১ মার্চ ২০১৮, ২১:১৩

ফাইনালে ওঠার পর রাজশাহী ও সিলেটের উদযাপন প্রথম আয়োজিত বাংলাদেশ যুব গেমস ফুটবলের ফাইনালে উঠেছে সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ। কমলাপুর স্টেডিয়ামে দুই সেমিফাইনালে জিতেছে রাজশাহী ও সিলেট।

শিরোপা কোন বিভাগ নিয়ে যাবে, সেটা জানা যাবে বুধবার সকাল ১১টার ম্যাচ শেষে। কমলাপুর স্টেডিয়ামে হবে ফাইনাল খেলা। সেমিফাইনালে হারা রংপুর ও ঢাকা আগের দিন মঙ্গলবার একই ভেন্যুতে খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।

রবিবার সকাল ১১টায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও সিলেট। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে আধিপত্য বিস্তার করে সিলেট ৫-১ গোলে হারায় ঢাকাকে।

ম্যাচের ১৬ মিনিটে ইসারুল জয় দারুণ এক ক্রসে পাওয়া বলটি হেড করে সিলেটের জালে জড়ান। ঢাকা ১-০ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২২ মিনিটেই সিলেট সমতায় ফেরে হাবিবুর রহমানের গোলে।

পরে দুই পক্ষ আরও কিছু আক্রমণে গেলেও লক্ষ্যভেদ করতে পারেনি। ৩১ মিনিটে লাল কার্ড খেয়ে ঢাকা হয়ে যায় ১০ জনের দল।

নির্ধারিত সময়ে ঢাকা একজন কম নিয়ে রক্ষণ ভালোভাবে সামাল দিলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে দুই অর্ধে দুটি করে গোল দেয় সিলেট। রাসেল আহমেদ এই অর্ধে জোড়া গোল করেন। অতিরিক্ত সময়ের শেষ অর্ধে হাবিবুর তার দ্বিতীয় গোলের দেখা পান। আর দলের পঞ্চম গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রাসেল।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় রাজশাহীর প্রতিপক্ষ ছিল রংপুর। শেষদিকের গোলে ২-১ ব্যবধানে জেতে রাজশাহী। ১২ মিনিটে রংপুরের ইরফান বক্সের বাইরে থেকে জোরালো শটে দলকে এগিয়ে নেয়। গোল খেয়ে রাজশাহী আক্রমণের ধার আরও বাড়ায়। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ মিস করলেও ৪৫ মিনিটে গোলাম রাব্বি রাজশাহীকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে জয়সূচক গোল করে তারা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ