X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গোল বাতিল হওয়ায় বন্দুক নিয়ে মাঠে ক্লাব মালিক

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৮, ১৯:৩০আপডেট : ১৩ মার্চ ২০১৮, ০০:১৯

কোমরে বন্দুক নিয়ে পিওএকে’র মালিক ইভান সাভিদিস। ছবি: রয়টার্স গোলটা হলে শীর্ষে থাকা দলের সঙ্গে ব্যবধান থাকবে ২ পয়েন্টের। কিন্তু রেফারি বাতিল করে দিলেন গোলটি। আর কোথায় যায়, কোমরে বন্দুক নিয়ে ক্লাব মালিক নিজেই ঢুকে পড়লেন মাঠে! গ্রিক সুপার লিগে পিএওকে সালোনিকা-এইকে এথেন্সের উত্তেজনাকর ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেছে।

পিএওকে-এইকে’র ম্যাচে সবসময়ই থাকে বারুদে উত্তেজনা। এবার উত্তেজনার পারদ আরও উঁচুতে চড়েছিল পয়েন্ট টেবিলের কারণে। রবিবারের ম্যাচের আগে এইকে ৫ পয়েন্টে এগিয়ে থেকে ছিল শীর্ষে, আর তৃতীয় স্থানে ছিল পিএওকে। ৮৯ মিনিটে জালে জড়ানো বলটি গোল হলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ব্যবধান কমে আসতো ২ পয়েন্টে।

কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়ালেও রেফারি বাতিল করে দেন তা। ৮৯ মিনিটের গোলটি বাতিল হওয়ায় ম্যাচের স্কোরলাইন হয় ০-০। ম্যাচটি পিএওকে’র মাঠে বলে গ্যালারিতে ছড়ায় আগুনে উত্তেজনা। আর মাঠে খেলোয়াড়রা জড়ান বদানুবাদে। এরই ফাঁকে মাঠে ঢুকে পড়েন পিওএকে’র মালিক ইভান সাভিদিস। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন, সাভিদিসের কোমরের বেল্টের সঙ্গে লাগানো ছিল বন্দুক। এইকে’র স্প্যানিশ কোচ মানোলো হিমেনেস এক রেডিও’কে জানিয়েছেন, সাভিদিস রেফারির দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলেছেন, ‘রেফারি হিসেবে তোমার ক্যারিয়ার শেষ।’

কোমরে বন্দুক নিয়ে পিওএকে’র মালিক ইভান সাভিদিস। ছবি: রয়টার্স প্রতিপক্ষের মালিকের বন্দুক নিয়ে মাঠে ঢোকার ঘটনায় ভয়ে ভয়ে ড্রেসিং রুমে যান এইকে’র খেলোয়াড়রা। পরবর্তীতে তাদের মাঠে নামার অনুরোধ করা হলেও নামেননি। তাই ঘণ্টা দুয়েক পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। মাঠে বন্দুক নিয়ে ঢোকায় পিএওকে’র মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গ্রিক প্রশাসন। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে