X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নেইমারের জন্য বার্সার দরজা খোলা রাখছেন রাকিতিচ

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৮, ২০:২২আপডেট : ১২ মার্চ ২০১৮, ২০:২৯

তি আবার কি দেখা যাবে এই দৃশ্য? নেইমার ফিরতে চাইছেন বার্সেলোনায়- এমন খবরই শোনা যাচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। গুঞ্জনটা সত্যি হলে খুশিই হবেন ইভান রাকিতিচ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যদি ফিরতে চান ন্যু ক্যাম্পে, তাহলে নিজের জায়গা থেকে ক্রোয়েট মিডফিল্ডার নেইমারের জন্য খোলা রাখছেন বার্সেলোনার দরজা।

গত গ্রীষ্মের দলবদলে ন্যু ক্যাম্প ছেড়েছেন নেইমার। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দিলেও সেখানে নাকি সময় ভালো কাটছে না তার। তাছাড়া চ্যাম্পিয়নস লিগ থেকে প্যারিসের ক্লাবটি তাড়াতাড়ি বিদায় নেওয়ায় ব্রাজিলিযান তারকা ফিরে আসতে চাইছেন পুরনো ক্লাব বার্সেলোনায়।

কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভারদে উড়িয়ে দিয়েছেন এই গুঞ্জন। রাকিতিচ অবশ্য সেই দলের নয়, ব্যাপারটি সত্যি হলে নেইমারের সঙ্গে খেলতে মুখিয়ে থাকবেন তিনি। মালাগার বিপক্ষে বার্সেলোনার ২-০ গোলে জেতার পর এই মিডফিল্ডার বলেছেন, ‘ও (নেইমার) এখনও আমাকে এই বিষয়ে কিছু বলেনি, তবে বিষয়টি যদি আমার ওপর ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি এখনই ওর জন্য দরজা খুলে রাখব।’

সতীর্থ হিসেবে কয়েক মৌসুম একসঙ্গে পেয়েছেন নেইমারকে। ড্রেসিং রুমে কাটিয়েছেন অনেকটা সময়। বন্ধুত্বের একটা জায়গা তো আছেই, তবে খেলোয়াড় নেইমারের দিকটাও মাথায় রাখছেন রাকিতিচ, ‘শুধু যে বন্ধুত্বের কারণে আমি এমনটা বলছি, মোটেও বিষয়টা তেমন নয়, খেলোয়াড় হিসেবে ওর মানের দিকটিও মাথায় রাখছি। আমি সবসময় নেইমারকে আমার দলে রাখব।’

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রুকুজ্জো তৃতীয় সন্তানের মা হয়েছেন। সন্তানের জন্ম নেওয়ার সময়টায় স্ত্রীর পাশে থাকতে আর্জেন্টাইন ফরোয়ার্ড খেলেননি মালাগার বিপক্ষে। চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়ে হয়তো ফিরবেন তিনি। রাকিতিচ খুব করে চাইছেন দলের সেরা অস্ত্রকে, ‘আশা করছি মেসির সন্তান ও পরিবার ভালো আছে। ও খুব তাড়াতাড়িই ফিরবে, আমাদের ওকে দরকার।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা