X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কঠিন লড়াই নিয়ে সতর্ক ম্যানইউ-সেভিয়া

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০১৮, ২১:০৭আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২১:১৬

ম্যানইউর ভরসা সানচেজ (বাঁয়ে), আর সেভিয়া আস্থা রাখছে নলিতোর ওপর ওল্ড ট্র্যাফোর্ডে বাজছে যুদ্ধের দামামা। শেষ ষোলোর দ্বিতীয় লেগে সেভিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ‍দুই দল।

গোলরক্ষক দাভিদ দে গেয়ার বীরত্বে আগের লেগে আন্দালুসিয়ানদের মাঠে গোলশূন্য ড্র করে এসেছে ম্যানইউ। একটি অ্যাওয়ে গোল না করার আক্ষেপ তাদের থাকছেই। অবশ্য সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে গোলশূন্য ড্র করার পর থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার মতো পারফরম্যান্স করেছে ইউনাইটেড। চেলসি ও লিভারপুলকে ওল্ড ট্র্যাফোর্ডে হারিয়েছে হোসে মরিনহোর দল। ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-০ গোলে পিছিয়ে থাকার পরও তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে তারা।

আত্মবিশ্বাসের কমতি না থাকলেও মরিনহোর আফসোস একটি অ্যাওয়ে গোল না করার, ‘এটা কঠিন হবে। লিভাপুলের বিপক্ষে ঘরে ও বাইরে হারেনি সেভিয়া। আর প্রথম লেগের ফলাফল সবকিছু খোলামেলা করে রেখেছে।’

চ্যাম্পিয়নস লিগে নিজেদের সেরা দল মনে করছেন না মরিনহো। তবে কোয়ার্টার ফাইনালে ওঠাকে ভালো একটা অর্জন মনে করছেন ম্যানইউ কোচ, ‘এই পর্ব পার হতে পারলে সেমিফাইনালের গন্ধ পাওয়া যাবে। তবে আমরা এখনও প্রথম নকআউট পর্বে, সবকিছু অনেক দূরে। সেভিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা হবে বড় এক অর্জন।’

ইংলিশ দলকে মোকাবিলা করা কঠিন হবে স্বীকার করলেন সেভিয়া কোচ ভিনসেনজো মনতেয়া। তবে দল যে একটি গোল করতে পারবে, সেই বিশ্বাস আছে তার। ৬০ বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে তারা। এমন সুযোগ হাতছাড়া করতে চান না এই ইতালিয়ান কোচ, ‘এটা বিশেষ ম্যাচ। কারণ আমরা কোয়ার্টার ফাইনালে যেতে পারি। আমার ও ক্লাবের জন্য বিশেষ কিছু এটা। কারণ ৬০ বছর ধরে শেষ আটে যেতে পারেনি দল। আমাদের একটি গোল দরকার। জানি সেটা কঠিন হবে, কিন্তু আমার আত্মবিশ্বাস আছে।’

একই দিন এএস রোমা স্বাগত জানাবে প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকা শাখতার দোনেৎস্ককে।

*রাত পৌনে ২টায় ম্যানইউ-সেভিয়ার ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন ২ চ্যানেলে। একই সময়ে সনি টেন ১ চ্যানেল দেখাবে রোমা ও শাখতার দোনেৎস্কের ম্যাচ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি