X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টানা দ্বিতীয় জয়ে দুইয়ে দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১৮:০৮আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৮:০৮

টানা দ্বিতীয় জয়ে দুইয়ে দোলেশ্বর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জয়ের পথেই আছে প্রাইম দোলেশ্বর। বুধবার তারা ৩ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। ওদিকে জয়ের পথে ফিরেছে প্রাইম ব্যাংক, শাইনপুকুরকে হারিয়েছে ৫ উইকেটে।

আগের ম্যাচে আবাহনীকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়েছে দোলেশ্বের। বিকেএসপির ৩ নম্বর মাঠে অগ্রণী ব্যাংককে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। ১০ ম্যাচ শেষে দোলেশ্বরের পয়েন্ট ১৩, সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আবাহনী। নির্ধারিত ৫০ ওভারে অগ্রণী ব্যাংকের ৭ উইকেটে করা ২০৩ রানের জবাবে ২২ বল আগে দোলেশ্বর জয় নিশ্চিত করে ৭ উইকেট হারিয়ে।

স্কোরের দিকে নজর দিলেই বোঝা যাচ্ছে ম্যাচে দাপট দেখিয়েছেন বোলাররাই। দোলেশ্বেরের শরিফউল্লাহ (৩/৩৫) ও জোহাইব খানের (৩/৩৭) বোলিংয়ের সামনে ভেঙে পড়ে অগ্রণী ব্যাংকের টপ অর্ডার। শেষ দিকে শামসুল ইসলামের (৬৪*) অপরাজিত হাফসেঞ্চুরির সঙ্গে ইসলামুল আহসানের ৪৬ রানের ওপর ভর দিয়ে তাদের স্কোর ২০০ ছাড়ায়।

সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বিপদে পড়ে দোলেশ্বর। শফিউল ইসলাম (২/৩৫) ও আব্দুর রাজ্জাকের (২/৩৪) নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফরহাদ রেজারা। তবে মার্শাল আইয়ুব (৪২), ফরহাদ হোসেন (৪৯) ও জোহাইব খানের (৪১) কার্যকরী ইনিংসগুলোতে জয় নিশ্চিত করতে কোনও অসুবিধা হয়নি দোলেশ্বরের। বোলিংয়ের পর ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন পাকিস্তানি অলরাউন্ডার জোহাইব।

মিরপুরের ম্যাচে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি প্রাইম ব্যাংকের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে ওঠে তারা দলের অলরাউন্ডিং পারফরম্যান্সে। প্রাইম ব্যাংকের বোলারদের দাপটে শাইনপুকুর ৪৯.৫ ওভারে অলআউট ২৫১ রানে। লক্ষ্যটা ২০ বল আগেই প্রাইম ব্যাংক পেরিয়ে যায় ৫ উইকেট হারিয়ে।

শরিফুল ইসলাম (৩/৪৬), মনির হোসেন (৩/৪০) ও এনামুল হক জুনিয়রের (২/৪৭) বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি শাইনপুকুরের ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে সাদমান ইসলাম খেলেন ৪৪ রানের ইনিংস। সর্বোচ্চ ৫২ রান করেন উদয় কল। আর ৩৯ রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে।

শাইনপুকুরের বোলাররা শুরুতে প্রাইম ব্যাংককে চেপে ধরলেও হার ঠেকাতে পারেননি। হার না মানা ৭৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নাহিদুল ইসলাম। ৭৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৬ চার ও ১ ছক্কায়। তার সঙ্গে মেহেদি মারুফ ৪১, আল-আমিন ৩৫ ও ইউসুফ পাঠান করেন ৩২ রান। হার না মানা হাফসেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে নাহিদুলের হাতে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পাকিস্তান ও ইরানের
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়