X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডেথ ওভারে বোলিং নিয়ে মাহমুদউল্লাহর আফসোস

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০১৮, ১১:৪২আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১১:৪৮

ডেথ ওভারে বোলিং নিয়ে মাহমুদউল্লাহর আফসোস ভারত করলো ৩ উইকেটে ১৭৬ রান। শেষ ১০ ওভারেই তাদের স্কোরবোর্ডে জমা হয়েছে ১০৫ রান। ১৭ রানে হারের পর ডেথ ওভারে বেশি রান দেওয়ার আফসোস তাই বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠে।

বোলিংয়ে ভালো শুরুটা মাটি হয়ে গেছে শেষ কয়েক ওভারে। বাংলাদেশি এই অলরাউন্ডার সংবাদ সম্মেলনে জানালেন সেই আক্ষেপের কথা, ‘আমি মনে করি, বল হাতে শুরুটা আমাদের ভালেঅ হয়েছিল। কিন্তু শেষ কয়েক ওভার অনেক বেশি রান দিয়েছি আমরা। ১০টা রান কম হলে আমাদের জন্য ভালো হতো।’

ফর্ম না থাকায় তাসকিন আহমেদ বাদ পড়েছেন একাদশ থেকে। তার জায়গায় এসে আবু হায়দার রনিও খুব ভালো কিছু করতে পারেননি। ৪ ওভারে সবচেয়ে বেশি ৪৩ রান দিয়েছেন তিনি, উইকেট পাননি একটুও। স্পিনার মেহেদী হাসান মিরাজ দিয়েছেন ওভার প্রতি ১০ রানের বেশি, ৩ ওভারে ৩১ রান। তবে আলাদা করে কোনও বোলারকের কাঠগড়ায় দাঁড় করাতে চান না মাহমুদউল্লাহ, ‘শুধু আব হায়দারকে দায়ী করছি না আমি। সেটা করা অন্যায় হবে। প্রথম তিন ওভার খুব ভালো বল করেছে। কিন্তু শেষ ওভারে অনেক বেশি রান দিয়েছে। আমাদের স্পিনাররা চমৎকার বল করেছে। মিরাজ ভালো শুরু করেছিল, কিন্তু শেষদিকে রান দেয়। বোলিংয়ে আমাদের কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে।’

২১৫ রান তাড়া করে জেতার স্মৃতি এখনও তরতাজা বাংলাদেশের। কিন্তু তার ধারাবাহিকতা ছিল না একটুও। পাওয়া প্লেতে মাত্র ৪৮ রানের মধ্যে হারায় ৩ উইকেট। মুশফিকুর রহিম ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি। তার সঙ্গে টপ অর্ডারের কোনও ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে ফলাফল ভিন্ন হতে পারতো মনে করছেন মাহমুদউল্লাহ, ‘ব্যাট হাতে মুশফিক ১৬০ রানের মধ্যে একাই ৭২ রান করেছে। টপ অর্ডার কোনও ব্যাটসম্যান ২৫ রানের আশেপাশে করতে পারলে ফলাফল ভিন্ন কিছু হতে পারতো।’

এ ম্যাচ জেতা উচিত ছিল স্বীকার করলেন অধিনায়ক, ‘আমাদের এই রান তাড়া করা উচিত ছিল। তামিম শুরুটা ভালো করেছিল, কিন্তু অন্য প্রান্ত থেকে কেউ দায়িত্ব নেয়নি।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচটি বাঁচা মরার। বিজয়ী দল ১৮ মার্চ ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। শুক্রবারের লড়াইয়ে উন্নত পারফরম্যান্সে আশাবাদী মাহমুদউল্লাহ, ‘আমাদের জন্য এটা নতুন একটা ম্যাচ হচ্ছে। দেশের মাটিতে খেলায় শ্রীলঙ্কা খানিকটা চাপে থাকবে। একই সঙ্গে তারা অনেক সমর্থন পাবে। পেছনের সব ঘটনা ভুলে এখন আমাদের ভাবতে হবে, এমন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে। আমার মনে হয় ডেথ বোলিংটা আমাদের দুশ্চিন্তার ব্যাপার। এই ক্ষতিটা কীভাবে কমানো যায় সেটা আমাদের বের করতে হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ