X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইউরোপা লিগের শেষ আটে আর্সেনাল-অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ১১:১৬আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১১:১৬

ওয়েলব্যাকের গোলে জিতলো আর্সেনাল শেষ হলো ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার প্রতিযোগিতা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই। শুক্রবারের সুইজারল্যান্ডের নিওনে চূড়ান্ত হবে ৮ দলের কে কার মুখোমুখি হচ্ছে! এবারের কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ৮টি ভিন্ন দেশের ৮ ক্লাব- ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ, জার্মানির আরবি লিপজিগ, ফ্রান্সের মার্শেই, অস্ট্রিয়ার সলসবার্গ, ইতালির লাৎসিও, পর্তুগালের স্পোর্তিং সিপি ও রাশিয়ার সিএসকেএ মস্কো।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগেও এসি মিলানকে হারিয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে দানি ওয়েলব্যাকের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে তারা। দুই লেগে ৫-১ অগ্রগামিতায় শেষ ষোলোর বাধা পেরোল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

প্রথম লেগ ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল বরুশিয়া ডর্টমুন্ড। সলসবার্গের মাঠে এবার গোলের দেখা পায়নি তারা। তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে প্রথম অস্ট্রিয়ান দল হিসেবে এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠলো সলসবার্গ।

জোড়া গোল করেছেন তোরেস রাশিয়াতে লোকোমোটিভ মস্কোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাতলেতিকো। জোড়া গোল করেছেন ফার্নান্দো তোরেস। ৩-০ গোলে প্রথম লেগ জিতে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছিল স্পেনের ক্লাব।

অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ২-১ গোলে দ্বিতীয় লেগ জিতেছে মার্শেই। দুই লেগের অগ্রগামিতায় তারা ৪-১ গোলে এগিয়ে থেকে শেষ আটে। ১-০ গোলে প্রথম লেগ হারা সিএসকেএ মস্কো ৩-২ গোলে জিতেছে লিওঁর মাঠে। ৩-৩ অগ্রগামিতায় অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে রাশিয়ান ক্লাব।

ডায়নামো কিয়েভের মাঠে ২-০ গোলে জিতেছে লাৎসিও। ৪-২ অগ্রগামিতায় জিতেছে তারা। লিপজিগ ১-১ গোলে জেনিত সেন্ট পিটার্সবার্গের মাঠে ড্র করলেও ৩-২ অগ্রগামিতায় নিশ্চিত করেছে শেষ আট। স্পোর্তিংয়ের বিপক্ষে ভিক্টোরিয়া প্লজেন ঘরের মাঠে ২-০ গোলে জিতলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। পর্তুগিজদের মাঠে প্রথম লেগ ২-০ গোলে হেরেছিল তারা। কিন্তু অতিরিক্ত সময়ে গোল হজম করে ছিটকে যেতে হলো তাদের। ৩-২ অগ্রগামিতায় শেষ ষোলোর বাধা পার হলো স্পোর্তিং।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়