X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনার ফেসবুক-ইনস্টাগ্রামে ‘বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ১৭:৫০আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৭:৫০

ইনস্টাগ্রামে ম্যারাডোনার পোস্ট হঠাৎই বাংলাদেশ দলের অনুশীলনে হাজির ডিয়েগো ম্যারাডোনা। স্পেশাল অলিম্পিকের জন্য সংযুক্ত আরব আমিরাতে আমন্ত্রিত বাংলাদেশের ফুটবলারদের বিস্ময়ে চোখ কপালে। তাদের সঙ্গে দারুণ কিছু সময় কাটানোর পর সেই মুহূর্ত এবার আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ভাগাভাগি করেছেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

স্পেশাল অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ম্যারাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামী বছর স্পেশাল অলিম্পিক হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। গেমসের আয়োজকদের আমন্ত্রণে বাংলাদেশ সহ ৩০টি দেশের খেলোয়াড়রা গেছে মধ্যপ্রাচ্যের দেশটিতে। মঙ্গলবার আমিরাতের ফুজাইরায় বাংলাদেশের ফুটবলারদের অনুশীলনে হঠাৎ এসে উপস্থিত হন ম্যারাডোনা।

বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে মিনিট দশেকের মতো সময় কাটান বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। সেই মুহূর্তের স্থিরচিত্র এবার ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। সঙ্গে নিজের অনুভূতিও ভাগাভাগি করেছেন এই লিখে, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার বন্ধুরা, যারা ২০১৯ সালে আবুধারির স্পেশাল অলিম্পিকে অংশ নিতে যাচ্ছে। বধির এই খেলোয়াড়দের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে আল-ফুজাইরা ক্লাব আমাদের সঙ্গে অনুশীলনের জন্য।’

ফেসবুকে ম্যারাডোনার পোস্ট পোস্টের পরের অংশে ম্যারাডোনা লিখেছেন, ‘খেলাধুলা কিছুটা বিস্ময়কর, কারণ এটা আমাদের কাছে আনে, একতাবদ্ধ করে। সবার জন্য ভালোবাসা, বিশেষ করে তাদেরকে, যারা নিজেদের সীমাবদ্ধতা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতিদিন। হাল ছেড়ে দিও না!’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি