X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যুব গেমসে দ্রুততম মানব-মানবী হাসান ও রুপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৮, ২১:০৩আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২১:১০

দ্রুততম মানব-মানবী হাসান মিয়া ও রুপা খাতুন বাংলাদেশ যুব গেমসে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন হাসান মিয়া। আর মেয়েদের মধ্যে সেরা রুপা খাতুন।  দুজনেই বিকেএসপির শিক্ষার্থী।  তবে হাসান খেলছেন চট্টগ্রাম বিভাগের হয়ে, আর রুপার দল রাজশাহী বিভাগ।

দ্রুততম মানব হাসানের টাইমিং ১১.০৬ সেকেন্ড।  আর রুপা ১২.৩০ সেকেন্ডে পেছনে ফেলেছেন সবাইকে।

ছেলেদের বিভাগে ১০০ মিটারে স্প্রিন্টে রুপা জিতেছেন চট্টগ্রাম বিভাগের আব্দুল মোতালেব। তার সময় লেগেছে ১১.৪০ সেকেন্ডে। ঢাকা বিভাগের নাদিম মোল্লা ১১.৬০ সেকেন্ডে জিতে নিয়েছেন ব্রোঞ্জ।

অন্যদিকে মেয়েদের বিভাগে ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন রাজশাহীর সনিয়া আক্তার। ব্রোঞ্জ জয়ী ঢাকা বিভাগের আফ্রিয়া অলিনের টাইমিং ছিল ১২.৬০ সেকেন্ড।

কৃষক পরিবারের সন্তান হাসানের অ্যাথলেটিকস নিয়ে অনেক স্বপ্ন। জাতীয় পর্যায়ের সব রেকর্ড নিজের করে নিতে চান কুমিল্লার এই তরুণ। প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে স্বপ্ন পূরণের পথে ছুটে চলেছেন তিনি। পরিবারের সবার কাছ থেকে সহযোগিতা পাওয়া হাসানের বিশ্বাস, একদিন বাংলাদেশের হয়ে অনেক স্বর্ণপদক জিতবেন।

সর্বশেষ জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন হাসান। সেবার তার টাইমিং এবারের চেয়ে ভালো ছিল। যুব গেমসে টাইমিং বেশি হওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, ‘অসুস্থতার কারণে টাইমিং কিছুটা বেশি লেগেছে। নয়তো এবার আরও ভালো টাইমিং হতো।’

আজকের আগে ২০০ মিটার স্প্রিন্টেও স্বর্ণপদক জিতেছেন রুপা। তবে ১০০ মিটারের স্বর্ণই বেশি তৃপ্তি দিচ্ছে দশম শ্রেণির এই ছাত্রীকে, ‘খুব ভালো লাগছে। এত বড় আয়োজনে সেরা হওয়া দারুণ ব্যাপার। তবে আমি শুধু জাতীয় পর্যায়ে নয়, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণ জিততে চাই।’

জুনিয়র চ্যাম্পিয়নশিপে ১২.৬০ সেকেন্ডে স্বর্ণ জিতেছেন পাবনার মেয়ে রুপা। যুব গেমসে টাইমিং নামিয়ে এনেছেন ১২.৩০ সেকেন্ডে। সেজন্য বিকেএসপির কোচ আবদুল্লাহ হেল কাফির কাছে তিনি কৃতজ্ঞ, ‘স্কুল পর্যায়ে শীতকালীন-গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় অংশ নিতাম। সেখানে আমার দৌড় দেখে কাফি স্যার ২০১৫ সালে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেন। ১০০ মিটারে ভালো করেছি স্যারের কারণে। উনি আমার টাইমিংয়ের উন্নতির জন্য অনেক কাজ করেছেন।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না