X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফাইনালের চাপ মাথায় নিচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০১৮, ২২:৫৯আপডেট : ১৭ মার্চ ২০১৮, ২২:৫৯

ম্যাচসেরা মাহমুদউল্লাহর সঙ্গে নির্ভার সাকিব আর বেশি সময় নেই। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ খেলতে যাচ্ছে পঞ্চম ফাইনাল। আগের চারটিতে শ্রীলঙ্কার কাছে দুইবার করে এবং ভারত ও পাকিস্তানের বিপক্ষে একবার করে হেরেছে তারা। এই ব্যর্থতা কি রবিবারের নিদাহাস ট্রফির শিরোপা নির্ধারণীয় লড়াইয়ে চাপে রাখছে বাংলাদেশকে? এমন শঙ্কা যাদের মনে তাদের নির্ভাবনায় থাকতে বললেন সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে দারুণ জয়ের উচ্ছ্বাসটা ধরে রেখে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে দলকে খেলার পরামর্শ দিলেন বাংলাদেশের অধিনায়ক। ভারতীয়দের কাছে ৭ টি-টোয়েন্টি খেলে সবগুলো হারায় ফেভারিট হিসেবে হয়তো মর্যাদা পাচ্ছে না বাংলাদেশ। কিন্তু সাকিবের বিশ্বাস, সাহসের সঙ্গে পারফরম্যান্স করলে সাফল্য সম্ভব।

বাংলাদেশি অলরাউন্ডার জানালেন, যদি তারা এই ম্যাচকে অন্য আট-দশটার মতো মনে করে তাহলে সবাই ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে। সাকিব বলেছেন, ‘আমরা ফাইনাল নিয়ে আলোচনা করিনি। তাই এখনও একে চাপ হিসেবে মনে করছি না। কীভাবে এই ম্যাচকে আমরা দেখছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় আত্মোপলব্ধি। যদি আপনি চাপ নিয়ে ভাবেন, তাহলে সেটা চাপ। যদি না ভাবেন, তাহলে নয়। আমি নিশ্চিত প্রত্যেকে আয়েশি মেজাজে আছে এবং আগামীকালকের ম্যাচেও একই রকম থাকতে পারলে আমাদের জন্য ভালো।’

কী ফলাফল হবে কিংবা কেমন ম্যাচ হবে, সেসব নিয়ে ভাবতে চান না বাংলাদেশের অধিনায়ক। সবাইকে মানসিক চাপমুক্ত থাকতে বললেন সাকিব, ‘আমরা বেশি দূরের কিছু ভাবছি না। আমাদের নিরুদ্বেগ ও খোলা মনে থাকতে হবে। টি-টোয়েন্টিতে ভালো করলে মানসিক চাপমুক্ত থাকা গুরুত্বপূর্ণ। আমি আশা করি কেউ কোনও চাপ নেবে না। সবাই তাদের কাজে মনোযোগী থাকবে। প্রত্যেকের ভিন্ন মানসিকতা। আমি আশা করি আমাদের কেউ মানসিক বাধার সম্মুখীন হবে না। এটাই আমাদের ভালো করতে সাহায্য করবে।’

ভারতের বিপক্ষে লড়াইকে সাদামাটা হিসেবে দেখতে চান সাকিব, ‘আমরা যদি ভারতের বিপক্ষে একে বড় ফাইনাল মনে করি, তাহলে চাপ আসবে। তার চেয়ে ব্যাটে-বলের লড়াই ভাবা ভালো।’

আর প্রেমাদাসা স্টেডিয়ামের এই ফাইনালে টস জিতে ব্যাটিং বা বোলিং নেওয়ার ব্যাপারে দুশ্চিন্তায় নেই সাকিব। বরং যাই হোক না কেন, শুরুটা ভালো করতে চান তিনি। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া