X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন হতে পারলেন না জিমিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ০০:৩৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০০:৪৭

চ্যাম্পিয়ন হতে পারলেন না জিমিরা এশিয়ান গেমস বাছাই হকিতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ইন্দোনেশিয়াতে হতে যাওয়া এবারের ১৮তম আসরে আর চ্যাম্পিয়ন হয়ে অংশ নেওয়া হলো না লাল-সবুজ দলটির। স্বাগিতক ওমান চ্যাম্পিয়ন হয়ে খেলবে ভারত-পাকিস্তানদের সঙ্গে মূল পর্বে। জিমি-চয়নরা শনিবার মাস্কটের সুলতান কাবোস কমপ্লেক্স ফাইনাল হেরেছে ২-০ গোলে।

২০১৭ সালে বিশ্ব হকি লিগে সর্বশেষ হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছিল এবার বাংলাদেশের সামনে। কিন্তু মাস্কটের হারে সেই প্রতিশোধ নেওয়া হলো না।

৬০ মিনিটের ম্যাচে শুরু থেকে বাংলাদেশ বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল। আক্রমণও কম হয়নি। তবে প্রতিপক্ষের পোস্টে গিয়ে খেই হারাতে হয়েছে। তবে এই ফাঁকে পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছে একাধিক। ৬ মিনিটে বাংলাদেশ প্রথম পেনাল্টি কর্নার পায়। মিলন হোসেনের পুশে শিটুল বল পেয়ে পোস্টের বাইরে মেরে দেন।

এরপর সব মিলিয়ে প্রথম কোয়ার্টারে ৫টি পেনাল্টি কর্নার পেয়েছে বাংলাদেশ। কিন্তু কোনোটি থেকেই গোল আদায় করতে পারেনি। কোনও সময় গোলরক্ষক বাধা হিসেবে ছিল, আবার লাল-সবুজের চয়ন কিংবা অন্যরা সুযোগ নষ্ট করেছে।

দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে স্বাগতিকরা চেপে ধরে বাংলাদেশকে। শুরুতে ওমান প্রথম পেনাল্টি কর্নার পায়। তা থেকে আল নোফালি আহমেদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকেও গোল করতে পারেনি স্বাগতিকরা। মাঝে রাসেল মাহমুদ জিমি প্রতি আক্রমণ থেকে একক প্রচেষ্টায় রিভার্স হিটে পোস্টে হিট নিলেও তা হয়েছে লক্ষ্যভ্রষ্ট।

তবে আবারও স্বাগতিকরা পেনাল্টি কর্নার পায়। কিন্তু লক্ষ্যে থাকেনি হিট। তবে চতুর্থ পেনাল্টি কর্নার থেকে আল ফাজারি রাশেদ গোলরক্ষক অসীম গোপকে হারিয়ে করেন ১-০।

তৃতীয় কোয়ার্টারে নেমেই পেনাল্টি স্ট্রোকের দেখা পায় ওমান। ২-০ গোলে এগিয়ে যায় তখনই। ৩২ মিনিটে রজম বশির খাতার গোলরক্ষককে হারিয়েছেন সহজেই। দুই গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ আক্রমণ বাড়াতে থাকে। ৪০ মিনিটে গোল শোধে পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। জিমির হিট গোলরক্ষক রুখে দেন। ৪২ মিনিটে বাংলাদেশের গোল বাতিল হয়। এ নিয়ে আম্পায়ারের কাছে প্রতিবাদ করেও কোনও সুফল মেলেনি।

শেষ কোয়ার্টারে একই অবস্থা। আক্রমণে গেলেও ব্যর্থ। আসলে স্বাগতিকরা এই আসরকে সামনে রেখে বেশ ভালো প্রস্তুতি নিয়েছিল। ফাইনাল জিতে তারই প্রমাণ দিয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসে এখন রানার্সআপ হয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলংকা ৪-১ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী