X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

লাওসে সাফল্যের সন্ধানে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৯:১৫আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:১৫

জাতীয় ফুটবল দলের সংবাদ সম্মেলন। ছবি-বাফুফে দীর্ঘ ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর আর কোনও ম্যাচ খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দল। অবশেষে অবসান হতে যাচ্ছে প্রতীক্ষার। আগামী ২৭ মার্চ লাওসের মাঠে প্রীতি ম্যাচের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ভালো খেলতে আশাবাদী জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ড।

লাওসের আগে অবশ্য সোমবার দুপুরে ব্যাংককে যাচ্ছে ফুটবল দল। থাইল্যান্ডের রাজধানীতে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওর্ডের শিষ্যরা। ২১ মার্চ রাচাবুড়ি ফল এফসি আর ২৩ মার্চ  ব্যাংকক গ্লাস এফসির সঙ্গে খেলে ২৫ মার্চ লাওসে যাবে বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ে লাওসের অবস্থান ১৮৩, আর বাংলাদেশ ১৯৭। অর্থাৎ র‌্যাংকিংয়ে দুই দলের মধ্যে তেমন পার্থক্য নেই। তাছাড়া প্রস্তুতিও ভালো হয়েছে। তাই লাওসে সাফল্যের ব্যাপারে ওর্ড আশাবাদী। রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে, তাই আমি সন্তুষ্ট। আমরা এখন লাওস ম্যাচের অপেক্ষায় আছি। এর আগে থাইল্যান্ডে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারবো। সব কিছু ঠিক থাকলে ভালো ফল হবে। ডিফেন্স, মিডফিল্ড আর ফরোয়ার্ড জোনে প্রত্যেকে নিজের কাজ করতে পারলে দলের পারফরম্যান্স ইতিবাচক হবে।’ থাইল্যান্ড যাওয়ার ঠিক আগে ২৩ সদস্যের দল ঘোষণা করবেন ওর্ড।

প্রশিক্ষণ নিয়ে মিডফিল্ডার ফয়সাল মাহমুদও উচ্ছ্বসিত, ‘বর্তমান কোচের অধীনে আমরা নিজেদের বদলে ফেলার চেষ্টা করছি। আমাদের খ্যদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। রক্ষণভাগ আর আক্রমণভাগ নিয়ে ভালো কাজ হয়েছে। সেটপিস নিয়েও কাজ করেছি আমরা। আশা করি, লাওসের বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিতে পারবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
উপজেলা নির্বাচন: মনোনয়নপত্রের হার্ড কপি জমা বাধ্যতামূলক নয়
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’