X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

লাওসে সাফল্যের সন্ধানে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৯:১৫আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:১৫

জাতীয় ফুটবল দলের সংবাদ সম্মেলন। ছবি-বাফুফে দীর্ঘ ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৬ সালের ১০ অক্টোবর ভুটানের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ার পর আর কোনও ম্যাচ খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দল। অবশেষে অবসান হতে যাচ্ছে প্রতীক্ষার। আগামী ২৭ মার্চ লাওসের মাঠে প্রীতি ম্যাচের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ভালো খেলতে আশাবাদী জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ড।

লাওসের আগে অবশ্য সোমবার দুপুরে ব্যাংককে যাচ্ছে ফুটবল দল। থাইল্যান্ডের রাজধানীতে অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওর্ডের শিষ্যরা। ২১ মার্চ রাচাবুড়ি ফল এফসি আর ২৩ মার্চ  ব্যাংকক গ্লাস এফসির সঙ্গে খেলে ২৫ মার্চ লাওসে যাবে বাংলাদেশ।

ফিফা র‌্যাংকিংয়ে লাওসের অবস্থান ১৮৩, আর বাংলাদেশ ১৯৭। অর্থাৎ র‌্যাংকিংয়ে দুই দলের মধ্যে তেমন পার্থক্য নেই। তাছাড়া প্রস্তুতিও ভালো হয়েছে। তাই লাওসে সাফল্যের ব্যাপারে ওর্ড আশাবাদী। রবিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দলের প্রস্তুতি বেশ ভালো হয়েছে, তাই আমি সন্তুষ্ট। আমরা এখন লাওস ম্যাচের অপেক্ষায় আছি। এর আগে থাইল্যান্ডে নিজেদের ভুল-ত্রুটি শুধরে নিতে পারবো। সব কিছু ঠিক থাকলে ভালো ফল হবে। ডিফেন্স, মিডফিল্ড আর ফরোয়ার্ড জোনে প্রত্যেকে নিজের কাজ করতে পারলে দলের পারফরম্যান্স ইতিবাচক হবে।’ থাইল্যান্ড যাওয়ার ঠিক আগে ২৩ সদস্যের দল ঘোষণা করবেন ওর্ড।

প্রশিক্ষণ নিয়ে মিডফিল্ডার ফয়সাল মাহমুদও উচ্ছ্বসিত, ‘বর্তমান কোচের অধীনে আমরা নিজেদের বদলে ফেলার চেষ্টা করছি। আমাদের খ্যদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। রক্ষণভাগ আর আক্রমণভাগ নিয়ে ভালো কাজ হয়েছে। সেটপিস নিয়েও কাজ করেছি আমরা। আশা করি, লাওসের বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিতে পারবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার