X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফাইনালে রান তাড়ায় বাজে অভিজ্ঞতাও আছে ভারতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ২০:০২আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২০:০৭

২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে হারের পর ভারতীয় দল নিদাহাস ট্রফিতে টস রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সব ম্যাচেই টস জেতা অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর তাতে সাফল্য পেয়েছে প্রায় সব দলই। ভারতের বিপক্ষে ফাইনালে তাই টসটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। যদিও নিজেদের পক্ষে আসেনি, টস হেরে যাওয়ায় শুরুতে ব্যাটিংই করতে হয়েছে টাইগারদের।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সুফল পেয়েছে প্রায় সব দলই, পরে ব্যাট করে জয় নিয়ে মাঠ ছেড়েছে। ব্যতিক্রম কেবল ভারত-বাংলাদেশের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচটি। টাইগাররা টস জিতলেও ম্যাচ জিততে পারেনি। ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজে ফাইনালের আগে ভারতই তাই একমাত্র দল, যারা আগে ব্যাট করে জিতেছে।

ওই ম্যাচ বাদ দিলে পরে ব্যাট করা দলের জয় শতভাগ। যে কারণে ফাইনালে টসটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু সেটা নিজেদের পক্ষে আসেনি, টস হেরে যাওয়ায় নামতে হয়েছে ব্যাটিংয়ে। নিদাহাস ট্রফির ফাইনালের আগে ব্যাট করার পরিসংখ্যান বাংলাদেশের দিকে চোখ রাঙালেও ভারতের দুটি ফাইনালের রেকর্ড আত্মবিশ্বাসী করতে পারে তাদের। ফাইনালে রান তাড়া করায় বাজে অভিজ্ঞতাও যে আছে ভারতের।

২০০৩ সালের বিশ্বকাপ ও ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রান তাড়া করে হারতে হয়েছিল ভারতকে। নিদাহাস ট্রফির ফাইনালের আগে ওই দুটি ম্যাচ তাই সামনে এসেই পড়ছে। ২০০৩ সালে জোহানেসবার্গের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌরভ গাঙ্গুলিরা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আগে ব্যাট করে রিকি পন্টিংয়ের হার না মানা ১৪০ রানের ওপর ভর করে ২ উইকেটে করেছিল ৩৫৯ রান। কঠিন সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৩৯.২ ওভারে অলআউট হয় ২৩৪ রানে।

গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও রান তাড়ায় ধরাশয়ী ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল বাজেভাবে। সরফরাজ আহমেদরা প্রথমে ব্যাট করে ফখর জামানের ১১৪ রানের ইনিংসের ওপর ভর দিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে করে ৩৩৮ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৩০.৩ ওভারে অলআউট মাত্র ১৫৮ রানে!

২০১১ সালের বিশ্বকাপ কিংবা ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে অবশ্য রান তাড়া করেই জিতেছিল ভারত। এরপরও শিরোপা নির্ধারণী ম্যাচে রান তাড়ায় ভারতের এই দুটি বাজে রেকর্ড বাংলাদেশকে অনুপ্রাণিত করতেই পারে। তা যতই নিদাহাস ট্রফিতে প্রথমে ব্যাট করে হারের পরিসংখ্যান ভারি হোক না কেন!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়