X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাব্বির ঝড়ে বাংলাদেশের ১৬৬ রান

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০১৮, ২১:১৬আপডেট : ১৮ মার্চ ২০১৮, ২১:২৫

সাব্বির ঝড়ে বাংলাদেশের ১৬৬ রান নিদাহাস ট্রফির ফাইনালে যুজবেন্দ্র চাহালের বোলিংয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। ৩৩ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুলেছেন সাব্বির রহমান। দুর্দান্ত হাফসেঞ্চুরির পর ৭৭ রানে থেমেছেন তিনি। ৫০ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৭ রান করেন সাব্বির। তারপর শেষ ওভারে মেহেদী হাসান মিরাজের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। দুই ওভারে তিন টপ অর্ডার ব্যাটসম্যান ফিরে গেছেন দ্রুত। ২৭ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৩৩ রান তুলতেই হারায় আরও দুটি উইকেট। নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও বড় ইনিংস খেলতে পারেননি।

শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তামিম ইকবাল ও লিটন দাস। কিন্তু ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় ওভারে স্লগ সুইপ করতে গিয়ে সুরেশ রায়নার ক্যাচ হন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড জয়ের কারিগর টানা তৃতীয় ম্যাচ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৯ বলে ১১ রানে ইনিংসের চতুর্থ ওভারে আউট হন লিটন। এনিয়ে ওয়াশিংটনের কাছে দ্বিতীয়বার উইকেট হারালেন তিনি।

পরের ওভারে যুজবেন্দ্র চাহাল ফেরান তামিম ও সৌম্য সরকারকে। লং অনে ছয় মারতে গিয়ে আউট হন তামিম। বাউন্ডারিতে দাঁড়ানো শার্দুল ঠাকুর অসাধারণ ক্যাচ ধরেন। ১৩ বলে ১৫ রান করেন বাংলাদেশের সেরা ওপেনার। চাহাল ওই ওভারের শেষ বলে সৌম্য সরকারকে (১) শিখর ধাওয়ানের ক্যাচ বানান।

সাব্বির রহমানের সঙ্গে ক্রিজে থেকে ওই ধাক্কা সামলানোর চেষ্টায় ছিলেন মুশফিক। কিন্তু চাহালের শেষ ওভারের প্রথম বলে শঙ্করকে ক্যাচ দেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৩৫ রানের জুটি গড়েন তিনি।

সাব্বিরের সঙ্গে বিপদ সামাল দিয়েছেন মাহমুদউল্লাহ। কিন্তু ৩৬ রানে ভাঙে তাদের জুটি। বিজয় শঙ্করের স্লোয়ার ডেলিভারি ব্যাটে ঠিকঠাক লাগাতে পারেননি মাহমুদউল্লাহ। বল তাই চলে যায় উইকেটরক্ষক দিনেশ কার্তিকের কাছে। ততক্ষণে অবশ্য অর্ধেক ক্রিজ পেরিয়ে এসেছেন সাব্বির। মাহমুদউল্লাহ তাকে হাত দিয়ে ‘না’ ইশারা করলেও তিনি হয়তো খেয়াল করেননি। দুজন তখন একই প্রান্তে দাঁড়িয়ে। নিশ্চিত রান আউট বুঝে মাহমুদউল্লাহ আর দৌড়ালেন না, কিন্তু সুযোগটা নিলে হয়তো বাঁচতেও পারলেন তিনি। কারণ কার্তিকের থ্রো বোলিং প্রান্ত থেকে ঠিকমতো ধরতে পারেননি শঙ্কর, হাত ফসকে গিয়েছিল তার। মাহমুদউল্লাহ দৌড়ালেন ঠিকই, তবে বড্ড দেরি হয়ে গেছে। ফল, দুর্ভাগ্যজনক রান আউটে আগের ম্যাচের জয়ের নায়কের বিদায়। 

সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে সাব্বির আরও যোগ করেন ২৯ রান। ৭ বলে ৭ রান করে রান আউট হন সাকিব। এর আগে ৩৭ বলে ৫ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি করেছেন সাব্বির। উনাড়কাট তার শেষ ওভারে জোড়া আঘাত করেন, সাব্বির ও রুবেলকে বিদায় করেন তিনি।

শেষ ওভারে মিরাজ ১৮ রান এনে দেন দলকে। ৭ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন মিরাজ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা