X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১২:৫৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৪:৩১

বিমান বন্দরে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছা। আরও একবার স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মুশফিক-সাকিবদের বহনকারী বিমানটি।

স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে নিদাহাস ট্রফি নামে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্টে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশ ও ভারত অংশ নিয়েছিল। স্বাগতিকদের বিদায় করে দিয়ে টুর্নামেন্টে ফাইনাল খেলেছে বাংলাদেশ ও ভারত। যদিও রবিবার শ্বাসরূদ্ধকর এই ফাইনালে শেষ বলে ছয় মেরে ট্রফি ঘরে তুলেছে ভারত।

রবিবার শ্বাসরূদ্ধকর এই ফাইনালে শেষ বলে ছয় মেরে ট্রফি ঘরে তুলেছে ভারত। ম্যাচটি হেরে সোমবার সকাল সাতটার ফ্লাইটেই দেশে রওনা হয় বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ ও তামিম ছাড়া দলের বাকি সবাই দেশে ফিরেছেন। মাহমুদউল্লাহ ও তামিম শ্রীলঙ্কা থেকে রাতের ফ্লাইটে পাকিস্তান সুপার লিগ খেলতে পাকিস্তান যাবেন।

এ সময় বিমানবন্দরে নেমে বাংলাদেশ দল ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়। টাইগারদের মাসকট বিমানবন্দরে শুভেচ্ছা জানাতে প্রস্তুত থাকে। এরপর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও মুশফিকুর রহিম সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।

নিদাহাস ট্রফিতে যাওয়ার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নাস্তানাবুদ হতে হয়েছে বাংলাদেশকে। তারপরও ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়া বাংলাদেশ নিজেদের লক্ষ্যে পৌঁছেছেন কলম্বোয়। নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল সাকিববিহীন বাংলাদেশ। পরের ম্যাচ মুশফিকের ৩৫ বলে ৭২ রানের অতিমানবীয় ইনিংসের ওপর ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল। লিগ পর্বের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আবার হার মানে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অলিখিত সেমিফাইনালে রূপ নেয়। সেই ম্যাচে মাহমুদউল্লাহ ঝড়েই ফাইনালের টিকিট কাটে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ।

এ নিয়ে পঞ্চমবার ফাইনালে নাম লিখিয়েও শিরোপা জেতা হয়নি টাইগারদের। সব মিলিয়ে আরও একটা আক্ষেপের গল্প রচনা হলো। রবিবার স্বপ্ন পূরণের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দিনেশ কার্তিকের অসাধারণ ইনিংসের পর বাংলাদেশকে ৪ উইকেটে হার মানতে হয়েছে শেষ বলে।

 ছবি: নাসিরুল ইসলাম। 

/আরআই/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন