X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জের জয়যাত্রা থামালো অগ্রণী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৯:৩৩আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৯:৩৩

আল-আমিনের বোলিং ও নাফীসের ব্যাটে জিতলো অগ্রণী ব্যাংক টানা তিন ম্যাচ জিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স নিশ্চিত করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হারলো তারা। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব আল আমিন হোসেনের বোলিং ও শাহরিয়ার নাফীসের ব্যাটে ৬ উইকেটে জিতেছে ম্যাচটি।

মিরপুরে টস জিতে ফিল্ডিং নিয়ে আল আমিনের পেসে রূপগঞ্জকে ২০৪ রানে আটকে রাখে অগ্রণী ব্যাংক। ৯ উইকেট হারায় টেবিলের দুই নম্বর দল। এরপর নাফীসের অধিনায়কোচিত ইনিংসে ৪৭.১ ওভারে ৪ উইকেটে ২১০ রান করে অগ্রণী ব্যাংক।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারায় রূপগঞ্জ। মোশাররফ হোসেনের (২৭) সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামলান তুষার ইমরান। ইনিংসের ৩ বল বাকি থাকতে দুই রানের আফসোসে পোড়েন এই ব্যাটসম্যান। ১২১ বলে ৮ চার ও ১ ছয়ে ৯৮ রানে আল-আমিনের চতুর্থ শিকার হন তুষার।

৪ উইকেট নেওয়া আল-আমিনকে বোলিংয়ে উপযুক্ত সঙ্গ দেন আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলাম। তারা দুজন দুটি করে উইকেট নেন।

নাফীসের ৮২ রানের ইনিংসে অগ্রণী ব্যাংকের চতুর্থ জয়ের পথ সুগম হয়। অধিনায়কের ১০৩ বলের ম্যাচসেরা ইনিংসে ছিল ১০টি চার। মাঝে দ্রুত কয়েকটি উইকেট হারালেও অগ্রণীর জয়ে বাকি কাজটা করেন শামসুল আলম ও ধীমান ঘোষ। শামসুল ৪১ রানে আউট হলেও ধীমান ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

রূপগঞ্জ ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে সুপার লিগ খেলবে। আর অগ্রণী ৮ পয়েন্টে ১১ নম্বরে থেকে এই মৌসুম শেষ করলো। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ