X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘পারফরম্যান্স দিয়েই দলে জায়গা করে নেবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৮:৪১আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৮:৪৩

আবাহনীর জার্সিতে এএফসি কাপে খেললেও জাতীয় দলে সুযোগ হয়নি রুবেলের। ছবি-ফেসবুক দীর্ঘ ১৭ মাস পর ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ, অথচ দলে নেই অনেক দিনের পরীক্ষিত খেলোয়াড় রুবেল মিয়া। আগামী ২৭ মার্চ বাংলাদেশ যখন লাওসের মাঠে খেলতে নামবে, তখন এই উইঙ্গারকে দেশে থেকে সমর্থন জানাতে হবে দলকে। জাতীয় দল থেকে ছিটকে পড়ে স্বাভাবিকভাবেই তিনি হতাশ।

প্রায় চার বছর আগে জাতীয় দলে অভিষেক হয়েছিল রুবেলের। তারপর থেকে লাল-সবুজ জার্সিতে একটানা  খেলেছেন তিনি, নিজেকে পরিণত করেছেন দলের অপরিহার্য খেলোয়াড়ে। অথচ লাওস ম্যাচে ‘দর্শক’ হয়ে থাকতে হচ্ছে তাকে।

গত সপ্তাহে লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর হয়ে এএফসি কাপে ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে মাঠে নেমেছিলেন রুবেল। ম্যাচটি দেখতে বেঙ্গালুরু গিয়েছিলেন জাতীয় দলের কোচ অ্যান্ড্রু ওর্ড। লাওস ম্যাচের জন্য আবাহনীর ৮ জনকে বাছাই করলেও রুবেলকে রাখেননি তিনি।

পরে রুবেল জানতে পেরেছেন, ফিটনেস না থাকায় জাতীয় দলে জায়গা হয়নি তার। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ওর্ডের দলে জায়গা না পেয়ে খুব খারাপ লেগেছে। অথচ আবাহনীর সবাই মনে করেছিল, দলে আমার জায়গা হবে। পরে শুনলাম, ফিটনেস সমস্যার কারণে কোচ আমাকে দলে রাখেননি।’

নিজেকে শতভাগ ফিট দাবি করে গাইবান্ধার এই ফুটবলার বললেন, ‘আমি ফিট না হলে আবাহনীর হয়ে এএফসি কাপে কীভাবে খেললাম? ঢাকার পর বেঙ্গালুরুতেও তো খারাপ খেলিনি। এরপরও দলে জায়গা না পেলে কিছু করার নেই।’

গত বছর এএফসি কাপেই বেঙ্গালুরুর বিপক্ষে মাঝমাঠ থেকে সরাসরি লবে দুর্দান্ত গোল করেছিলেন রুবেল। লড়াই করার মানসিকতা তার মজ্জাগত। জাতীয় দলে ফেরার প্রত্যয় জানিয়ে তার মন্তব্য, ‘পারফরম্যান্স দিয়েই আবার জাতীয় দলে  জায়গা করে নেবো। এর আগে একবার বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে জায়গা পাইনি, তাই বলে তো হারিয়ে যাইনি। সামনে সুযোগ আসবে। আমার বিশ্বাস, আমি ঘুরে দাঁড়াতে পারবোই।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া