X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওয়ালশকে প্রধান কোচ করার পক্ষে সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৮:২৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৮:৫৯

বাংলাদেশের অনুশীলনে কোর্টনি ওয়ালশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান শ্রীলঙ্কায় ঘোষণা দিয়েছেন, এপ্রিলের শুরুর দিকেই আসছে নতুন কোচ। যদিও মিরপুরের বাতাসে তেমন কোনও আওয়াজ নেই। সত্যি কি এপ্রিলে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ- প্রশ্নটা মিলছে না কিছুতেই। যদি না পাওয়া যায়, তাহলে? বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের ভোট কিন্তু বোলিং কোচ কোর্টনি ওয়ালশের বাক্সে।

নিদাহাস ট্রফিতে দুর্দান্ত পারফরম করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে নাটকীয়ভাবে ফাইনালে হারলেও বুক চিতিয়ে লড়াই করেছেন সাকিব-মাহমুদউল্লাহরা। দারুণ এই সাফল্যে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ওয়ালশ। টি-টোয়েন্টি টুর্নামেন্টে টাইগারদের উন্নতির গ্রাফের এই ছবিতে ক্যারিবিয়ান কিংবদন্তিকে পূর্ণকালীন হেড কোচ বানানোর পক্ষে সুজন।

চন্ডিকা হাথুরুসিংহে চাকরি ছাড়ার পর থেকে নতুন কোচ খুঁজছে বাংলাদেশ। যদিও ঘরের মাঠের সিরিজের পর শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে প্রধান কোচ ছাড়া খেলেছে সাকিবরা। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়ালশের কাঁধে। নতুন এই দায়িত্বে নিজেকে প্রমাণ করা সাবেক এই পেসারকেই যদি পূর্ণকালীন প্রধান কোচ করা হয় তাহলে? সংবাদমাধ্যমের এই প্রশ্নে সুজনের উত্তর, ‘করা যায়। আমার মতে করা যায়। কোর্টনি দারুণ একজন মানুষ। ভীষণ সৎ। নিদাহাস ট্রফিতে দারুণভাবে সাপোর্ট করেছেন, অনুপ্রাণিত করেছেন খেলোয়াড়দের।’

একটা সময় টেস্টের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ওয়ালশ। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন ভয় ছড়ানো এক বোলার। খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতার বিষয়টিও সামনে আনলেন সুজন, ‘তার অভিজ্ঞতা তো ৪০ বছরের, দীর্ঘদিন থেকে ক্রিকেটের সঙ্গে জড়িত। তার অভিজ্ঞতা নিয়ে আসলে কোনও কথার বলার সুযোগ নেই। দলের সবাই তাকে পছন্দ করে। সব মিলিয়ে শেষ সিরিজে তিনি ছিলেন অসাধারণ।’

নিদাহাস ট্রফি চলার সময় বিসিবি প্রধান নাজমুল হাসান কলম্বোয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন কোচ ঠিক হয়ে গেছে, এপ্রিলের শুরুতেই প্রধান কোচ পাচ্ছে বাংলাদেশ। বিসিবি সভাপতির বক্তব্য সুজনের সামনে তুলে ধরা হলে তার জবাবে বলেছেন, ‘(প্রধান কোচ নিয়োগের সময়) জানা নেই। তিনি যখন বলেছেন, কিছু একটা তো হবেই। আমি মনে করি যেই আসুক, একজন উপযুক্ত কোচ আমাদের দরকার। সেগুলোই উনারা চিন্তা করছেন।’ সঙ্গে যোগ করেছেন, ‘অনেক নামই হয়তো আছে, তবে আমাদের সঙ্গে মিলিয়ে সবকিছু তিনি কিভাবে গুছিয়ে নিতে পারবেন, সেটাই দেখার বিষয়।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়