X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমিরাতের বিপক্ষে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ জিম্বাবুয়ের!

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০১৮, ২২:৫৮আপডেট : ২৩ মার্চ ২০১৮, ০১:৫২

সিকান্দার রাজার আউটেই জিম্বাবুয়ের সর্বনাশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ রানে হেরে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষই হয়ে গেছে জিম্বাবুয়ের। অলৌকিক কিছু হলেই কেবল ২০১৯ সালে ইংল্যান্ডের আসরে খেলতে পারবে আফ্রিকান দেশটি। আগামীকাল (শুক্রবার) আফগানিস্তান-আয়ারল্যান্ডের ম্যাচটি টাই হলেই কেবল বিশ্বকাপে নাম লেখাবে জিম্বাবুয়ে।

অলৌকিক আশাতেই তাই ঝুলছে জিম্বাবুয়ের বিশ্বকাপ স্বপ্ন। এই ‘যদি’ বাদ দিলে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের। হারারে স্পোর্টস ক্লাব মাঠের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নাটকীয়ভাবে ৩ রানের জয়ে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা ৪৭.৫ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান করার সময় নামে বৃষ্টি। এরপর খেলা যখন শুরু হয়, তখন জিম্বাবুয়ের লক্ষ্য ঠিক হয় ৪০ ওভারে ২৩০।

সেই লক্ষ্যে শেষ বলে জিম্বাবুয়ের দরকার ছিল ৬ রান। কিন্তু ক্রেইগ এরভিন নিতে পারেন ২ রান। যাতে ৩ রানের হারে হতাশায় মাঠ ছাড়তে হয় আফ্রিকান দেশটিকে। তাতে বিশ্বকাপ স্বপ্ন শেষই হয়ে গেছে তাদের, তবে ‘মহান অনিশ্চয়তার খেলা’ ক্রিকেটে আরেকবার অলৌকিক কিছুর আশা বিন্দুর মতো আলো দেখাচ্ছে জিম্বাবুইয়েনদের। আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচটি টাই হলে আবার স্বপ্ন বেঁচে উঠবে তাদের। সুপার সিক্সের শেষ ম্যাচের আগে আয়ারল্যান্ডের এখনকার নেট রানরেট ০.৪৭, কিন্তু টাই হলে সেটা নেমে যাবে ০.৩৮-এ। তখন জিম্বাবুয়ের ০.৪২ নেট রানরেট এগিয়ে থাকায় তারা চলে যাবে বিশ্বকাপে।

এ একরকম অসম্ভবই। তবে ক্রিকেট বিশ্ব অনেকবার টাই ম্যাচ দেখেছে। সেই ইতিহাসকে অস্বীকার করার সুযোগ নেই। তাই জিম্বাবুয়ে বিশ্বকাপ খেলতে পারবে না, সেই কথা পরিষ্কারভাবে বলার সুযোগও নেই। টাই বাদ দিয়ে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে অবশ্য রক্ষা নেই জিম্বাবুয়ের। আমিরাতের বিপক্ষে হেরে যাওয়ায় নেট রানরেট (০.৪২) নিচে নেমে গেছে তাদের আইরিশদের (০.৪৭) চেয়ে। তাই ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে সমান ৫ পয়েন্ট হওয়ার পরও নেট রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপে উঠে যাবে আয়ার‌ল্যান্ড। আফগানিস্তানের বিশ্বকাপে যেতে হলে জয় ছাড়া কোনও পথ খোলা নেই। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত: ৪৭.৫ ওভারে ২৩৫/৭ (রমিজ শাহজাদ ৫৯, গোলাম সাবের ৪০, সায়মন আনোয়ার ৩৩, রোহান মোস্তফা ৩১; সিকান্দার ৩/৪১, চাতারা ২/৪৯)।

জিম্বাবুয়ে: (লক্ষ্য ৪০ ওভারে ২৩০) ৪০ ওভারে ২২৬/৭ (শন উইলিয়াম ৮০, পিটার মুর ৩৯, সিকান্দার রাজা ৩৪, ক্রেইগ এরভিন ২২*; মোহাম্মদ নাভিদ ৩/৪০, রোহান মোস্তফা ২/৫৬)।

ফল: ডাকওয়ার্থ-লুইস মেথডে সংযুক্ত আরব আমিরাত ৩ রানে জয়ী।

ম্যাচসেরা: মোহাম্মদ নাভিদ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!