X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সবুজের হ্যাটট্রিকে বাংলাদেশের দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৮, ১৭:৪৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:২৩

ব্যাংকক এফসির বিপক্ষে বাংলাদেশের আক্রমণের চেষ্টা

থাইল্যান্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে রাচাবুড়ি মিতর ফল এফসির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের দল। স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজের চমৎকার হ্যাটট্রিক ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে বাংলাদেশকে এনে দিয়েছে ৪-৩ গোলের স্বস্তির জয়। ২৭ মার্চ লাওসের মুখোমুখি হওয়ার সময় এই জয় অ্যান্ড্রু ওর্ডের শিষ্যদের অনুপ্রাণিত করবেই।

ব্যাংককে শুরু থেকে ডিফেন্স জমাট করে খেললেও প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে বাংলাদেশ খেলেছে পাল্টা আক্রমণ-নির্ভর। আর তাতে সাফল্যও এসেছে।

বাংলাদেশের হয়ে প্রথম গোল করেছেন আবু সুফিয়ান সুফিল। ম্যাচের ষষ্ঠ মিনিটে এই তরুণ ফরোয়ার্ড বাঁদিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে এগিয়ে দিয়েছেন দলকে। ১৭ মিনিটে ব্যাংকক সমতা ফেরানোর পর ৩০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আবার বাংলাদেশের গোল। এবার মামুন মিয়ার পাস ধরে বাঁদিক দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়েছেন সবুজ। বিরতির মিনিট তিনেক আগে জাফর ইকবালের পাস থেকে সবুজেরই প্লেসিং শট ৩-১ গোলে এগিয়ে দিয়েছে দলকে।

হ্যাটট্রিক ম্যান তৌহিদুল আলম সবুজ দ্বিতীয়ার্ধে একাধিক খেলোয়াড় পরিবর্তন করেছে ব্যাংকক গ্লাস, নামিয়েছে বিদেশি খেলোয়াড়। তার সুফলও পেয়েছে থাই প্রিমিয়ার লিগের দলটি। ৭৬ আর ৮২ মিনিটে পর পর দুই গোল করে সমতা নিয়ে এসেছে তারা। তবে বাংলাদেশকে জয়বঞ্চিত করতে পারেনি। ৮৭ মিনিটে সবুজের হ্যাটট্রিক গোল জয় নিশ্চিত করেছে দলের।

এই জয়ে উচ্ছ্বসিত জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু। তিনি বলেছেন, ‘দলকে যেভাবে খেলানো দরকার সেভাবেই খেলানো হচ্ছে। আগের ম্যাচে সুযোগ পেয়েও ছেলেরা গোল করতে পারেনি। তবে আজ পেয়েছে। আমরা তাই খুব খুশি।’

টিএ/এএআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ