X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আয়ারল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ২০:৪৭আপডেট : ২৩ মার্চ ২০১৮, ২১:২৯

শেষ দল হিসেবে ২০১৯ সালের বিশ্বকাপ নিশ্চিত করেছে আফগানিস্তান জিতলেই বিশ্বকাপের মূল পর্ব- এমন সমীকরণ সমানে রেখে মাঠে নেমেছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড। হারারে স্পোর্টস ক্লাব মাঠের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় হলো আফগানদের। আইরিশদের বিদায় করে ২০১৯ বিশ্বকাপের শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

জিম্বাবুয়ের বিশ্বকাপ বাছাই থেকে দুটি দল যোগ দিল আগেই সরাসরি ইংল্যান্ডের টুনামেন্ট নিশ্চিত করা আট দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ নিশ্চিত হয়েছিল আগেই। আর শুক্রবার সুপার সিক্সের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় ও শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে আফগানিস্তান। ৫০ ওভারে আইরিশদের ৭ উইকেটে করা ২০৯ রান ৫ বল আগেই ৫ উইকেট হারিয়ে টপকে যায় আফগানরা।

জিম্বাবুয়েকে ধন্যবাদ দিতেই পারেন মোহাম্মদ নবী-রশিদ খানরা! বৃহস্পতিবার স্বাগতিকরা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতে গেলে আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচটি হতো শুধুই নিয়মরক্ষার। জিম্বাবুয়ে জিতলে দ্বিতীয় দল হিসেবে বাছাই পর্ব থেকে তারাই যেত সামনের বছরের ইংল্যান্ডের আসরে। কিন্তু আমিরাত অঘটন ঘটিয়ে দেওয়া সুযোগ আসে আফগানিস্তান-আয়ারল্যান্ড দুদলের সামনে।

সুবর্ণ সেই সুযোগটা কাজে লাগালো আফগানরা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল তাদের ১ রান। প্রথম বলেই অধিনায়ক আজগর স্টানিকজাই চার মেরে বিশ্বকাপ নিশ্চিত করেন। তাতে সুপার সিক্সে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে বিশ্বকাপে উঠে যায় এশিয়ার দেশটি। সমান্তরালে কপাল পোড়ে আয়ারল্যান্ডের সঙ্গে জিম্বাবুয়েরও। শুক্রবারের ম্যাচটি টাই হলে যে নিভে যাওয়া আশার প্রদীপটা আবার জ্বলে উঠতো আফ্রিকার দেশটির। হয়নি তা, আফগানদের জয়ে ১৯৭৯ সালের পর জিম্বাবুয়েকে ছাড়া হতে যাচ্ছে বিশ্বকাপ। 

অথচ এই আফগানরাই খুঁড়িয়ে উঠেছিল সুপার সিক্সে। গ্রুপ পর্বে মাত্র এক জয়ে নেট রানরেটে এগিয়ে থাকার কল্যাণে তারা জায়গা পায় সুপার সিক্সে। চূড়ান্ত রাউন্ডে ছয় দলের মধ্যে সবার নিচে থাকায় বিশ্বকাপে খেলার স্বপ্ন ফ্যাকাশে হয়ে গিয়েছিল তাদের। কিন্তু এই রাউন্ডের সব ম্যাচ জিতে এবং সঙ্গে জিম্বাবুয়ের ‘সমর্থনে’ সেই আফগানরাই পেল বিশ্বকাপের টিকিট।

আফগানিস্তানের চেয়ে বরং আয়ারল্যান্ডের সম্ভাবনার পাল্লাই ছিল ভারি। একে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্সে নাম লিখিয়েছিল, এর ওপর আবার এই ম্যাচের আগে নেট রানরেটে এগিয়ে ছিল আফগানদের চেয়ে। কিন্তু মাঠের লড়াইয়ে নিজেদের সেরা প্রমাণ করে ক্রিকেট বিশ্বকে আফগানিস্তান আরেকবার দেখালো তাদের শক্তি।

টস জিতে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড সুবিধা করতে পারেনি আফগানিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের। ৫৩ রানে প্রথম উইকেট হিসেবে উইলিয়াম পোর্টারফিল্ড আউট হলেও পেরিয়ে গিয়েছিল ১৫ ওভার। ধীরগতিতে রান তোলায় ৫০ ওভারে ২০৯ রানের বেশি করতে পারেনি তারা। দলীয় সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন পল স্টারলিং। কেভিন ও’ব্রাইনের ব্যাট থেকে আসে ৪১ রান, আর ৩৬ রান করেন নাইল ও’ব্রাইন।

আইরিশদের অল্পতে আটকে রাখার পথে চমৎকার বল করেছেন রশিদ খান। এই স্পিনার ১০ ওভারে ৪০ রান খরচায় পান ৩ উইকেট। আর দৌলত জারদানের শিকার ২ উইকেট।

সহজ লক্ষ্যে খেলতে নেমে আফগানিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও গুলবাদিন নাইব। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৮৬ রান। দলীয় সর্বোচ্চ ৫৪ রান করে আউট হন ম্যাচসেরার পুরস্কার জেতা শাহজাদ। আর গুলবাদিন খেলেন ৪৫ রানের কার্যকরী ইনিংস।

তাদের গড়ে দেওয়ার ভিতের ওপর দাঁড়িয়ে ২৯ বলে হার না মানা ৩৯ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক স্টানিকজাই। সলিমউল্লাহ শেনওয়ারি করেছেন ২৭ রান, আর নজিবউল্লাহ জারদান অপরাজিত ছিলেন ১৭ রানে।

সিমি সিং বল হাতে ১০ ওভারে মাত্র ৩০ রান খরচায় ৩ উইকেট পেলেও ঠেকাতে পারেননি আফগানিস্তানের জয়। যে জয়ে বিশ্বকাপের মূল পর্বে যুদ্ধবিধ্বস্ত দেশটি, বিপরীতে ‘বাড়ির পাশের’ বিশ্বকাপ আইরিশদের দেখতে হবে মাঠের বাইরে থেকে। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!