X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জন্মদিনে ভক্তদের সীমাহীন ভালোবাসায় সিক্ত সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ১৪:০৬আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৪:০৬

আগাম জন্মদিনের আয়োজনে সাকিবকে শুভেচ্ছা জানাতে হাজির অগণিত ভক্ত (ছবি: ফেসবুক) মিরপুর ১ নম্বরে শুক্রবার বেলা গড়াতেই রবিউল প্লাজার সামনে অগণিত মানুষের ঢল। সবার চোখ এই বিল্ডিংয়ের দ্বিতীয় ফ্লোরে। রহস্য কী! সেটা উন্মোচিত হলো কিছুক্ষণ পরই। তাদের আকাঙ্ক্ষিত মানুষটির দেখা পেয়ে উল্লসিত সবাই। তাদের সামনে হাজির সাকিব আল হাসান, জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি সেখানেই। আজ শনিবার ৩১ পেরিয়ে ৩২ এ পা দিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন সাকিব। জন্মদিনটা শনিবার হলেও ব্যক্তিগত কাজ থাকায় একদিন আগে শুক্রবারই পালন করেছেন তিনি, যার প্রাণকেন্দ্র ছিল মিরপুর ১ নম্বরে সাকিব’স ৭৫ কনভেনশন হলে।

রবিউল প্লাজায় দ্বিতীয় ফ্লোরে বেলা তিনটায় সাকিব পা রাখা মাত্র সামনের রাস্তায় হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানায়। নিচে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। রাজধানীসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন বিভিন্ন ক্রিকেট সংগঠনের সদস্যরা।

এর বাইরে সাকিবের নামে ফেসবুকে খোলা বিভিন্ন ফ্যানপেজের অ্যাডমিনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেন। সব মিলিয়ে রবিউল প্লাজার সামনে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।

রবিউল প্লাজাতে সাকিব ফ্রেন্ডস ক্লাবের প্রায় ৪৫০ জনকে নিয়ে বিকেলে কেক কেটেছেন। এসময় খাওয়া-দাওয়া ছাড়াও ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের সঙ্গে সরাসরি মত বিনিময়ও করেন। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত সাকিব ভক্তদের সঙ্গে সময় কাটান।

শামীম আল হাসান নামে এক সমর্থক জানান, ‘আমাদের গ্রুপের নাম ফ্যান’স অব সাকিব ৭৫। এছাড়া আরও ৮-১০টি গ্রুপ এই অনুষ্ঠানে এসেছিল। প্রতি বছর আমরা তার জন্মদিন পালন করে থাকি। কিন্তু এবার সাকিব নিজে থেকেই আমাদের ডেকেছেন।’

জন্মদিনে দেশ-বিদেশের অগণিত ক্রিকেট ভক্তর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন সাকিব। ফেসবুক-টুইটারেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

জন্মদিনের এমন আয়োজনে মুগ্ধ সাকিব বলেছেন, ‘আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটে আসার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সার্থক, কারণ আপনারা আমার পাশে সবসময় আছেন। আর আমি সবচেয়ে বেশি অনুভব করি আমার খারাপ সময়ে যখন আপনারা পাশে থেকে আমাকে সমর্থন দেন। আপনাদের এই সমর্থনটা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।’ 

সাকিব উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি যখন ইনজুরিতে ছিলাম তখন আপনাদের ভালোবাসা আর সমর্থন দ্রুত ফিরে আসতে আমাকে শক্তি ও মনোবল জুগিয়েছে। আপনারাই আগামীতে বাংলাদেশকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে আমাকে ও পুরো দলকে সাহায্য করবেন। সীমাহীন ভালোবাসা ও অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

ডিজিটাল বিনোদন প্লাটফর্ম ‘লিংকাস’-কে সঙ্গে নিয়ে ভক্তদের সঙ্গে এই বর্ণিল জন্মদিন উদযাপন করেন সাকিব। ‘লিংকাস’ মূলত ডিজিটাল বিনোদন ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের একটি প্ল্যাটফর্ম।

সাকিবের বাবা মাশরুর রেজা ফুটবলের ভক্ত হলেও ছেলে হয়েছেন স্বনামধন্য ক্রিকেটার।  মাগুরার স্থানীয় একটি ক্লাবে খেলে ক্রিকেটের হাতেখড়ি সাকিবের। খুব দ্রুত নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটালে তার বাবা মাশরুর রেজা তাকে ভর্তি করান বিকেএসপিতে। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দ্যুতিময় পারফরম্যান্সই কাকে নিয়ে আসে পাদপ্রদীপের আলোয়। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় সাকিবের।

সাকিব সর্বপ্রথম ২০০৯ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেন। এরপর টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসনটি দখল করেন। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই সেরা অলরাউন্ডার হন তিনি।

৫১ টেস্টের ৯৬ ইনিংসে সাকিব ৪০.৩৮ গড়ে ৩ হাজার ৫৯৪ রান করেছেন। যেখানে পাঁচটি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি আছে। সাদা পোশাকে তার সর্বোচ্চ ইনিংস ২১৭। এর পাশাপাশি ৮৬ ইনিংসে বল করে পেয়েছেন ১৮৮টি উইকেট।

ওয়ানডেতে সাকিবের ক্যারিয়ার আরও সমৃদ্ধ। ১৭৪ ইনিংসে ৩৪.৯৫ গড়ে ৫ হাজার ২৪৩ রান এসেছে। রয়েছে ৭টি সেঞ্চুরি ও ৩৭টি হাফসেঞ্চুরি। পাশাপাশি ১৮২ ইনিংসে বল করে ২৯.৪৬ গড় ২৩৫টি উইকেট পকেটে পুরেছেন।

এছাড়া ৬৩টি টি-টোয়েন্টি খেলে ১২০.৬৮ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ২৩৭ রান। রয়েছে ৬টি হাফসেঞ্চুরি। আর ৬২ ইনিংসে হাত ঘুরিয়ে নিয়েছেন ৭৫ উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা