X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিখবে সবাই-ওয়ালটন-নিউ হরাইজনের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৮, ২২:৪৩আপডেট : ২৪ মার্চ ২০১৮, ২২:৪৩

টিম শিখবে সবাই দেশের ১৬টি খ্যাতনামা আইটি প্রতিষ্ঠানকে নিয়ে চলছে ‘ক্রিটেক ক্রিকেট টুর্নামেন্ট’। এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে শিখবে সবাই, ওয়ালটন ও নিউ হরাইজন। প্রতিযোগিতাটির অনলাইন পার্টনার হিসেবে রয়েছে ‘বাংলা ট্রিবিউন’।

রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ওয়ালটন ডিজি টেক ও আজকের ডিল। আগে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে আজকের ডিল সংগ্রহ করে ৭ উইকেটে ৯২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন রনি। ওয়ালটনের পক্ষে অধিনায়ক জনি সোম নেন ৩ উইকেট। ওয়ালটন ইনিংসের শুরুতে দ্রুত ৪ উইকেট হারালেও অধিনায়ক জনি সোমের দৃড়তায় ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে। ৩ উইকেট পাওয়ার পর ৫০ রানের ইনিংস খেলা জনি সোম হয়েছেন ম্যাচসেরা।

দ্বিতীয় খেলায় নিউ হরাইজন মুখোমুখি হয় জুমশেপারের বিপক্ষে। আগে ব্যাটিং করা নিউ হরাইজন ১ উইকেট হারিয়ে ১৫৩ রানের সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে হাবিব ৮৫ রান করে অপরাজিত থাকেন। ১৫৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৬১ রান তুলতে পারে জুমশেপার। ফলে ৯২ রানের বিশাল জয় পায় নিউ হরাইজন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নিউ হরাইজনের হাবিব।

তৃতীয় ম্যাচে লেটস লার্ন কোডিংকে ৬ উইকেটে হারিয়েছে শিখবে সবাই। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে লেটস লার্ন কোডিং। আমিনুল করেন ৫৩ রান। শিখবে সবাইয়ের পক্ষে মাত্র ১৪ রানে ৪ উইকেট তুলে নেন অনিক। ৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ বল আগে ৬ উইকেটের জয় তুলে নেয় শিখবে সবাই। দলের পক্ষে কবির হোসেন ৩৮ ও রেজা ২৮ রানের ইনিংস খেলেন। ম্যাচসেরার পুরস্কার জেতেন কবির হোসেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!