X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্বর্ণ জিতলেন ইব্রাহিম-নাসরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ১৩:০৭আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৭:১০

 ইব্রাহিম ও নাসরিন আগেই একাধিক ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ।  তাই স্বাগতিকদের একাধিক আর্চার যে স্বর্ণপদক জিতবেন তা অনুমিতই ছিল। মঙ্গলবার তৃতীয় দক্ষিণ এশিয়ান আর্চারিতে হয়েছেও তাই।  স্বর্ণপদক জিতেছেন ইব্রাহিম-নাসরিনরা।  বাংলাদেশ মোট ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে।  স্বর্ণ জয়ে পদক তালিকার শীর্ষেও বাংলাদেশ। 

বিকেএসপিতে অনুষ্ঠেয় শেষ দিনে রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের মো. ইব্রাহিম শেখ রেজোয়ান ৭-১ সেট পয়েন্টের ব্যবধানে স্বদেশি মো. রুমান সানাকে হারিয়ে  চ্যাম্পিয়নশিপের প্রথম স্বর্ণপদক জেতেন। স্বর্ণপদক জিতে অভিব্যক্তিতে ইব্রাহিম বলেছেন, ‘ফাইনালে স্বর্ণপদক জিতে আমি অনেক খুশি। আসলেই ফাইনাল জিতবো,এটা সহজে চিন্তা করতে পারিনি।’

রিকার্ভ মহিলা এককে ভারতের হিমানী ৬-৩ সেট পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের নাসরিন আক্তারকে হারিয়ে সেরা হয়েছেন।

কম্পাউন্ড পুরুষ এককে ভারতের হারস পরসার ১৪৪-১৪১ স্কোরের ব্যবধানে স্বদেশি ভেনকাতাদ্রি কুন্দেুরুকে হারিয়েছেন। কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের রোকসান আক্তার ১৪০-১৩৩ স্কোরের ব্যবধানে স্বদেশি সুস্মিতা বণিকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন।  

রিকার্ভ মহিলা এককে না পারলেও রিকার্ভ মিশ্র দলগতভাবে জিতেছেন বাংলাদেশের রুমান সানা ও নাসরিন আক্তার। তারা ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে ভারতের সুমেদ ভি মোহেদ ও হিমানি জুটিকে হারিয়ে সেরা হয়েছেন।

জয়ের ধারা অব্যাহত ছিল কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগেও। অসীম কুমার দাস ও বন্যা আক্তার জুটি ১৫৩-১৪৮ স্কোরের ব্যবধানে জিতেছেন ভারতের ভেনকাদ্রি কুন্দেরু ও ইশা কেতন পাওয়ারের বিপক্ষে।

রিকার্ভ মহিলা দলগতভাবে হিমানী, কির্তি ও রিতা সাওয়াইয়ান ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে নাসরিন আক্তার, মোসাম্মৎ রাদিয়া আক্তার শাপল ও মিস রাবেয়া খাতুনকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। কম্পাউন্ড পুরুষ দলগতভাবে অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন ও মো. আশিকুজ্জামান অনয় ২২৬-২২৫ স্কোরের ব্যবধানে ভেনকাতাদ্রি কুন্দেরু, মায়াংক রাওয়াত ও হারস পরসারকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে।

রিকার্ভ পুরুষ দলগতভাবে মো. রুমান সানা, মো. ইব্রাহিম শেখ রেজোয়ান ও মোহাম্মদ তামিমুল ইসলাম ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে সুমেদ ভি মোহোদ, আকাশ ও ভিনায়েক ভারমাকে পরাজিত করে স্বর্ণ জেতেন। কম্পাউন্ড মহিলা দলগতভাবে ইশা কেতান পাওয়ার, ববিতা কুমারী ও সৌচিত্র তওরাংবাম ২২৭-২২০ স্কোরের ব্যবধানে বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও রোকসানাকে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী