X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৪৪ বছর বয়সেও প্রেমের আর্চারি ‘প্রেম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ১৪:৩০আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৫:৪৫

প্রেম প্রসাদ। বয়স ছুঁয়েছে ৪৪। কিন্তু বয়সকে টেক্কা দিয়ে এখনও প্রেম প্রসাদের সব প্রেম যেন জড়িয়ে আছে সেই আর্চারিকে ঘিরে। বিকেএসপিতে চলছে তৃতীয় দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ।  আর এখানে খেলতে এসেছেন নেপালের এই আর্চার। এখনও চিরচেনা ভঙ্গিতে খেলে চলেছেন তীর-ধনুকের নিশানা ভেদের খেলা!

এক সময়ের সতীর্থ তীরন্দাজ দীপক রাজগুরুং নেপাল আর্চারি ফেডারেশনের সভাপতি। আরেক সতীর্থ কিশোর কুমার গুরুং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য। প্রেম প্রসাদ সেদিকে হাঁটেননি। খেলে চলছেন এখনও। আবার উদীয়মানদের দীক্ষা দেওয়ার কাজটিও নিজের হাতে তুলে নিয়েছেন। নেপালে ১০০ জন আর্চার আছেন। প্রায় সবারই কোচ এই প্রেম প্রসাদ।

প্রেমকে এই বয়সে খেলতে দেখে বেশি অবাক হননি বিকেএসপির কোচ ও প্রেমের এক সময়ের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের নূর আলম। প্রেম প্রথম বাংলাদেশে খেলতে এসেছিলেন এই দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে। নূর আলম তার প্রসঙ্গ আসতেই বললেন, ‘ওকে প্রথম যেদিন দেখি আজও  তেমনি মনে হচ্ছে।  ফেসবুকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব আছে। ওদের দেশে আমাকে প্রায়ই যেতে বলে । কিন্তু খেলা হয় না বলে যেতে পারিনি। আর্চারিতে এই বয়সেও খেলা সম্ভব। সময় আর সুযোগ থাকলে আমিও খেলতাম।’

প্রেম আর্চারিতে আসার গল্পটা শুনিয়েছেন এভাবে, ‘আজ থেকে ২০ বছর আগে খেলাটা শুরু করি। আগে তীর-ধনুক নিয়ে শিকারে যেতাম। এরপর খেলতে শুরু করি। আমি এখনও কঠোর অনুশীলন করে যাচ্ছি। হয়তো কখনও মনের মতো ফল পাইনি। কিন্তু খেলে যাচ্ছি ঠিকই। অনুশীলনের কারণেই এখনও খেলতে পারছি। এটা পুরোটাই মনোসংযোগের খেলা। মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতে হবে। যতক্ষণ ফিট থাকবো, এটা উপভোগ করে ততক্ষণ খেলে যাবো।’

ভারতের জামশেদপুরে দ্বিতীয় দক্ষিণ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভে জিতেছিলেন ১টি স্বর্ণপদক ও ২টা রৌপ্য পদক। শিলংয়ে দক্ষিণ এশিয়ান গেমসে রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। গত নভেম্বরে এসেছিলেন ঢাকায় হওয়া এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে। তবে সেবার প্রথম রাউন্ডেই বিদায় নেন। কাঠমান্ডুতে নিজেদের দুটি বাড়ি রয়েছে প্রেমের।  ২০১৫ সালের এপ্রিলে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের দুঃসহ স্মৃতির কথা শোনালেন এক ফাঁকে, ‘আমার বাড়িতে তেমন কোনও ক্ষতি হয়নি। তবে বাড়িতে ফাটল ধরেছিল। ছোট মেয়েকে নিয়ে দোতলা থেকে দৌড়ে নামতে গিয়ে পা ভেঙে যায়। আর বাম হাতের আঙুল ফেটে যায়। এরপর থেকে আর্চারি খেলতে কিছুটা সমস্যা হয়।’

নেপালের আর্চারি নিয়ে হতাশা ঝরলো প্রেমের কন্ঠে, ‘আর্চারিকে ভালোবাসি বলেই খেলে যাচ্ছি। নেপালের আর্চারি অবকাঠামো ভালো না। সরকারও আর্চারির দিকে নজর দেয় না সেভাবে। ২০১৫ সালে ভূমিকম্পের সময় পুকুরে পানি শুকিয়ে গিয়েছিল। ওই শুকনো পুকুরে নিশানা বসিয়ে সবাইকে নিয়ে অনুশীলন করেছি। আসলে আর্চারি আমার অন্যতম প্রাণ বলতে পারেন।’

নেপালের আর্চারিতে নিঃসঙ্গ শেরপা যেন  এই প্রেম প্রসাদ!

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন