X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আজ পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের

স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০১৮, ১১:৪৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৫:১৭

কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে আজ জমকালো আয়োজনে পর্দা উঠছে ২১তম কমনওয়েলথ গেমসের। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় অস্ট্রেলিয়ার পর্যটন নগরী গোল্ডকোস্টের কারারা স্টেডিয়ামে উদ্বোধন হবে বিশ্বের অন্যতম এই মেগা ইভেন্টের।

এবারের আসরে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৭১টি দেশের সাড়ে ৪ হাজারের বেশি অ্যাথলেট অংশগ্রহণ করছেন। আসরের মূল আয়োজক গোল্ডকোস্ট হলেও ব্রিসবেন, কেয়ার্নস ও টাউন্সভিলেতেও অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ডিসিপ্লিন। সবার আগে বাংলাদেশের শুটাররা পৌঁছেছেন গেমস ভিলেজে। স্থানীয় আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত হতে আগেভাগেই তাদের সেখানে যাওয়া।

৪ থেকে ১৫ এপ্রিল হবে কমনওয়েলথ গেমসের এবারের আসর। ৭১টি দেশের একটি হয়ে এতে অংশ নেবে বাংলাদেশ। ১৯টি ডিসিপ্লিনে হবে ২৭৫ ইভেন্টের লড়াই। যার মধ্যে মাত্র ৬ ডিসিপ্লিনে অংশ নেবে লাল-সবুজের দল। শুটিং, সাঁতার, বক্সিং, ভারোত্তোলন, কুস্তি ও অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। তবে সবচেয়ে বেশি প্রত্যাশা শুটিংকে ঘিরে।

গেমসটির ইতিহাসে সর্বাধিক ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে এবারের আসর। এমনকি গেমসের ইতিহাসে সবচেয়ে বড় আসর হিসেবে ধরা হচ্ছে এই ইভেন্টকে। মোট ২৩টি ডিসিপ্লিনের পাশাপাশি থাকছে ৭টি প্যারা স্পোর্টস। সর্বমোট ২৭৫টি স্বর্ণপদক জয়ের জন্য লড়বেন কমনওয়েলথভুক্ত ক্রীড়াবিদরা। মাল্টি ইভেন্টের গেমে এই প্রথম লিঙ্গসমতা আনা হয়েছে পদক প্রাপ্তিতে। গেমসে সমান সংখ্যক পদক রাখা হয়েছে নারী ও পুরুষ অ্যাথলেটদের জন্য। আসরে প্রথমবারের মতো থাকবে বিচ ভলিবল, প্যারা ট্রাইথলন ও মহিলাদের সেভেন-এ সাইড রাগবি। আর বিচ ভলিবলকে জায়গা দিতেই বাদ দেওয়া হয়েছে জুডো।

সম্প্রতি বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়া বিব্রতকর অবস্থায় থাকলেও গেমসের বিষয়টিকে আলাদা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন আয়োজকরা। বাসস, বিবিসি। 

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া