X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্যক্তিগত রেকর্ড গড়েও খুশি নন মাবিয়া!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৮, ১৯:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৯:৫৮

কমনওয়েলথ গেমসের ভিলেজে মাবিয়া আক্তার। ছবি-ফেসবুক এক থেকে তিনের মধ্যে থাকতে পারলেই পদক নিশ্চিত। কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে অবশ্য তিনের মধ্যে থাকতে পারেননি মাবিয়া আক্তার সীমান্ত। ৬৩ কেজি ওজন শ্রেণিতে ষষ্ঠ হলেও ব্যক্তিগত রেকর্ড গড়েছেন তিনি। তবু নিজের পারফরম্যান্সে কিছুটা হতাশ এসএ গেমসে স্বর্ণপদক জয়ী এই ভারোত্তোলক।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের কারারা স্পোর্টস অ্যারেনায় স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৮০ কেজি তুলেছেন মাবিয়া। এর মধ্যে স্ন্যাচে ৭৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ছিল ১০২ কেজি। নিজের ইভেন্ট শেষে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমার লক্ষ্য ছিল নিজেকে ছাড়িয়ে যাওয়ার। গোল্ড কোস্টে তা করতে পেরেছি। এটা আমার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। এর আগে আর কোনও প্রতিযোগিতায় এত ভালো করতে পারিনি। কিন্তু ব্যক্তিগত রেকর্ড গড়েও আমি খুশি নই।’

কেন খুশি নন সেই ব্যাখ্যাও দিলেন দু বছর আগে ভারত থেকে স্বর্ণপদক নিয়ে আসা মাবিয়া, ‘কীভাবে খুশি থাকবো বলুন! আমার আশে-পাশের ভারোত্তোলকরা এগিয়ে যাচ্ছে, অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। এবারের মতো আগেও তাদের সঙ্গে কথা হয়েছে। আর যত কথা হচ্ছে, ততই হতাশ হচ্ছি। তাদের মতো প্রশিক্ষণ আর সুযোগ-সুবিধা পেলে আমরাও হয়তো এক থেকে তিনের মধ্যে থাকতে পারতাম।’

সবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার আবেদন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো করার জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। বিদেশের ভারোত্তোলকরা অনেক সুযোগ-সুবিধা পায়। তাদের কাছাকাছি পেলে আমাদের পারফরম্যান্সও অনেক ভালো হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা