X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রেঞ্জে নামারই কথা ছিল না বাকীর!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৮, ১৬:২৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ১৭:০২

শুটিং দলের সঙ্গে বাকী কমনওয়েলথ গেমসে টানা দুবার রৌপ্যপদক জিতে সবাইকে চমকে দিয়েছেন আব্দুল্লাহ হেল বাকী। স্কটল্যান্ডের পর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে বাকীর সাফল্যে উড়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। অথচ রবিবার বেলমন্ট শুটিং সেন্টারে বাকীর অংশগ্রহণেরই কথা ছিল না!

তেমন কিছু না হওয়ার কারণ তার সর্বশেষ পারফরম্যান্স।  ভালো করাতেই গোল্ড কোস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।  সুযোগ পেয়ে গাজীপুরের এই শুটার নিজেকে আবারও প্রমাণ করেছেন।  তাই টানা দুই গেমসে রৌপ্যপদক জিতে বাকী বেশ উচ্ছ্বসিত।  রৌপ্যপদক জিতে এই শুটার বলেছেন, ‘আসলে আমি সবসময় চেষ্টা করি নির্দিষ্ট দিনে নিজের সেরা পারফরম্যান্সটা দিতে।  যাতে দিনটা আমার হয়। আমার গড় স্কোর যেটা হয় সেটা এখানে হলে আমি জানতাম একটা ভালো রেজাল্ট করতে পারবো। অবশেষে তাই হয়েছে। সবাই আমাকে উৎসাহ দিয়েছে।’

একধরনের চাপ নিয়েই বাকী এই ইভেন্টে অংশ নিয়েছেন।  সেই চাপের কথা উল্লেখ করে তিনি বলেন,‘ প্রতিদ্বন্দ্বীরা অনেক শক্তিশালী ছিল। অস্ট্রেলিয়ানরা, ব্রিটিশরা সহ ভারত তো আছেই। তার ওপর গতবার আমি সিলভার জিতেছিলাম। ১০ মিটারেই আমার খেলার কথা ছিল না। অনেক কষ্ট করার পরে, পারফরম্যান্স দেখিয়ে নির্বাচিত হয়েছি। সব কিছু মিলিয়ে একটা চাপ ছিল। তারপরও চেষ্টা করেছিলাম নিজের সেরাটা দিতে। তবে শেষ শটটা আমি ভুলভাবে দেখে ফেলেছিলাম, সেটাই আমার মাথায় ঘুরছিল। তবুও চেষ্টা করেছিলাম।’

বাংলাদেশের ডেনমার্ক কোচ ক্লাভসও বেশ উচ্ছ্বসিত, ‘আমি অনেক খুশি। বেশ কিছুদিন ধরে দলের ওপর চাপ ছিল অনেক। পদক জিতে এখন নির্ভার লাগছে। শুরুতে বাকীকে বাদ দেয়াটা কঠিন ছিল। অবশেষে তাকে ইভেন্টে খেলার সুযোগ দেওয়া হয়। বাকী পদক জিতে নিজেকে আবারও প্রমাণ করেছে।’

এই ইভেন্টে অস্ট্রেলিয়ান ডেইন স্যাম্পসন ২৪৫.৪ স্কোর করে স্বর্ণপদক জেতেন। অথচ এক পর্যায়ে এগিয়ে থেকেও শেষ দুটি শটে পিছিয়ে পড়ে আব্দুল্লাহ হেল বাকী রৌপ্যপদক নিশ্চিত করেন। তার স্কোর ছিল ২৪৪.৭। আর ভারতের রবি কুমার তৃতীয় হয়েছেন ২২৪.১ স্কোর করে।

বাংলাদেশের অন্য শুটার রাব্বি হাসান মুন্না ৬০৭.৬ স্কোর করে বাছাইপর্বে ১৪তম হয়েছেন। মেয়েদের মধ্যে পিস্তলের ইভেন্টে আরদিনা ফেরদৌস ও নবম আরমিন আশা হয়েছেন ১৭তম। এয়ার রাইফেল ইভেন্টে আব্দুল্লাহ হেল বাকী ৬১৬ স্কোর করে ষষ্ঠ হয়ে সেরা আটে জায়গা করে নেন।  তারপর মূল পর্বে দ্বিতীয় হয়ে সবার মুখে হাসি ফুটিয়েছেন। এ নিয়ে কমনওয়েলথ গেমসের ইতিহাসে সপ্তম পদক জিতলো বাংলাদেশ।

১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পিস্তল ইভেন্টে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনির হাত ধরে প্রথম স্বর্ণপদক এসেছিল। ২০০২ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে আসিফ হোসেন খান প্রথম ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জেতেন।

২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আসিফ ও অঞ্জন জুটি রৌপ্যপদক, ২০১০ সালে ভারতের দিল্লি গেমসে আসিফ ও বাকী ব্রোঞ্জ এবং গ্লাসগোতে বাকী নিজেই জেতেন রৌপ্য। সবগুলো পদকই এয়ার রাইফেল ইভেন্টে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী