X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইরানে ভলিবল দলের ইতিবাচক অভিজ্ঞতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ২০:০৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২০:০৫

ইরানে কোচ আলীপোর আরজির সঙ্গে খেলোয়াড়দের সেলফি আগামী ২১ থেকে ২৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার লক্ষ্যে তিন সপ্তাহের সফরে ইরান গিয়েছিল। অনুশীলনের পাশাপাশি ছয়টি ম্যাচ খেলে ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে গত শনিবার দেশে ফিরেছেন আল জাবির-হরোশিতরা।

ইরানি কোচ আলীপোর আরজির অধীনে তেহরানের ইনডোর স্টেডিয়ামে দুই বেলা অনুশীলন করেছে বাংলাদেশ দল, ছয় ম্যাচের চারটিতেই জিতেছে। কয়েকটি নতুন টেকনিক শিখতে পেরে আনন্দিত অধিনায়ক হরোশিত বিশ্বাস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ইরানে আমাদের অনুশীলন ভালো হয়েছে, অনেক কিছু শিখেছি। শক্তিশালী আর দুর্বল দলের বিপক্ষে কীভাবে খেলতে হবে বুঝতে পেরেছি। সব মিলিয়ে অভিজ্ঞতা ভালোই হয়েছে আমাদের।’

তেহরানের পরিবেশ নিয়েও অধিনায়কের কণ্ঠে উচ্ছ্বাস, ‘তেহরান খুব পরিষ্কার-পরিচ্ছন্ন শহর, যানজট নেই। শহরটা আমার ভালো লেগেছে। সেখানে আরও কিছু দিন অনুশীলন করতে পারলে খুব ভালো হতো।’

শুরুতে অবশ্য তেহরানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়েছে কয়েক জনের। তারকা খেলোয়াড় আল জাবিরের কথা, ‘পাহাড়ে ঘেরা তেহরানে প্রথম দিকে কিছুটা কষ্ট হয়েছিল, তবে পরে মানিয়ে নিয়েছি। অনুশীলন অবশ্য ভালোই হয়েছে। ওদের নওরোজের (নববর্ষের উৎসব) ছুটির কারণে খুব বেশি ভালো দলের সঙ্গে খেলার সুযোগ পাইনি। তবে যাদের পেয়েছি তারাও খারাপ দল ছিল না।’

তিনি আরও বলেছেন, ‘আমাদের দলে ৯ জন খেলোয়াড় নতুন। তাদের ভালো অভিজ্ঞতা হয়েছে তেহরানে। তবে সমস্যা হলো, তেহরানে আমরা আধুনিক জিম পেয়েছিলাম, কিন্তু ঢাকায় তেমন সুবিধা নেই। ইরানি কোচ অবশ্য ঢাকায় তেহরানের মতো জিম চেয়েছেন ফেডারেশনের কাছে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে শিগগিরই মিরপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন। প্রতিযোগিতার ভেন্যুও এই স্টেডিয়াম।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা