X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মেসিকে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তার কিছু দেখছেন না ভালভারদে

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ১৬:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৬:৩১

মেসিকে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তার কিছু দেখছেন না ভালভারদে মার্চের প্রীতি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে বিশ্বকাপের আগে দলের সেরা খেলোয়াড়কে নিয়ে আর্জেন্টিনার দুশ্চিন্তার কিছু দেখছেন না বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে।

চোট নিয়ে একেবারেই ঝুঁকি নিতে চায়নি আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। তাই মাংসপেশীতে সামান্য সমস্যা থাকলেও মেসিকে খেলাননি আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। ইতালির বিপক্ষে ম্যাচের পর স্পেনের বিপক্ষে মাদ্রিদের ম্যাচেও ছিলেন না বার্সেলোনা ফরোয়ার্ড, যে ম্যাচে ৬-১ গোলে বিধ্বস্ত হয় লাতিন আমেরিকার দেশটি।

মেসির ফিটনেস নিয়ে এখনও শঙ্কা কাটেনি। আর্জেন্টাইন অধিনায়ক এখনও চোটে ভুগছেন বলে মনে করছেন অনেকে, সেটা এমনকি লেহানেসের বিপক্ষে হ্যাটট্রিকের পরও। আর্জেন্টিনা দলের সেরা অস্ত্রকে নিয়ে দুশ্চিন্তা করলেও শান্ত আছেন বার্সেলোনা কোচ ভালভারদে। মেসি ফিট আছেন বলেই তার মত। একই সঙ্গে জানিয়ে রেখেছেন, বিশ্বকাপের জন্য ‘কর্মশক্তি জমা আছে’ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

মঙ্গলবার দিবাগত রাতে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। সেল্তার মাঠের এই ম্যাচে মেসিকে বিশ্রাম দিতে পারেন ভালভারদে। কারণ সামনের সপ্তাহান্তেই সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে ফাইনাল আছে কাতালানদের। তবে শুধুই বিশ্রামের জন্য, মেসির অবস্থা নিয়ে মোটেও শঙ্কিত নন ভালভারদে। সোমবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অন্য সবার মতো মেসিকেও বিশ্রাম দেওয়া হতে পারে। দুশ্চিন্তার কিছু নেই ওকে নিয়ে। আগের দিনও (ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচে) ও দারুণ খেলেছে।’

এরপরই আর্জেন্টিনার উদ্দেশ্যে বলেছেন, ‘আর্জেন্টিনার মানুষজনের শান্ত থাকা উচিত, কারণ বিশ্বকাপের জন্য অনেক কর্মশক্তি জমা আছে মেসির।’

আর্জেন্টাইন ফরোয়ার্ডের এখন চাপ নেই বললেই চলে। সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে ফাইনাল বাদ দিলে চাপহীনভাবেই খেলতে পারবেন তিনি। কারণ বাকি থাকা লা লিগার শিরোপায় এক হাত দিয়ে রেখেছে তারা। ত্রিমুকুট জেতার যে স্বপ্ন ছিল বার্সেলোনার, সেটা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালেই ভেঙে গেছে রোমার বিপক্ষে হেরে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা