X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

রিয়াল ম্যাচ বায়ার্নের কাছে ‘প্রতিশোধ’ নয়

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ২১:০৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২১:০৩

হামেস রোদ্রিগেস চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমেও দেখা হয়েছিল রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের। এবারও মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে তারা। সেমিফাইনালের ওই লড়াইকে প্রতিশোধের মঞ্চ হিসেবে দেখছেন না বায়ার্ন ফরোয়ার্ড হামেস রোদ্রিগেস।

কাগজে-কলমে এখনও তিনি রিয়ালের খেলোয়াড়ই! ধারে খেলতে গেছেন যে বায়ার্ন মিউনিখে। মাদ্রিদের এই ক্লাবের বিপক্ষেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এখন হামেস। মজার ব্যাপার হলো, গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে বায়ার্নকে হারানো ম্যাচে তিনিও ছিলেন রিয়ালের স্কোয়াডে। এবার পরিস্থিতি উল্টো। জার্মান ক্লাবের জার্সিতে নামার আগে জানিয়ে রাখলেন, গত মৌসুমের ম্যাচের সঙ্গে এবারের সেমিফাইনালের কোনও সম্পর্ক নেই।

মিউনিখভিত্তিক সংবাদপত্র ‘টিজেড’কে দেওয়া সাক্ষাৎকারে কলম্বিয়ান তারকা বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটো ম্যাচকে আমরা প্রতিশোধ কিংবা আগের মৌসুমের পুনরাবৃত্তি হিসেবে দেখছি না। ম্যাচ দুটিকে আমরা ফাইনালে ওঠার পথে সাধারণ হিসেবেই দেখছি। রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে খেলতে গেলে অবশ্যই আমাদের সেরা জায়গায় থাকতে হবে।’

তাই প্রতিপক্ষ নয়, নিজেদের খেলার দিকেই নজর রাখছেন হামেস, ‘আমাদের অবশ্যই নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, শান্ত থাকতে হবে এবং সেরা দিতে হবে দুই ম্যাচে। যদিও কাজটা সহজ হবে না কারণ তারা খুব ভালো করেই জানে এই শিরোপার গুরুত্ব।’ সঙ্গে যোগ করেছেন, ‘আবার ইতিহাস এটাও জানান দিচ্ছে, বায়ার্ন খুব ভালো করেই জানে এই ধরনের ম্যাচের মোকাবিলা কীভাবে করতে হয়।’

ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে কয়েক মৌসুম কাটিয়ে এসেছেন রিয়াল মাদ্রিদে। পর্তুগিজ যুবরাজকে খুব কাছ থেকে দেখেছেন হামেস। সেই অভিজ্ঞতা থেকেই রোনালদোর প্রশংসা ঝরল সাবেক পোর্তো তারকার কণ্ঠে, ‘ও গোলমেশিন, যে সবসময় প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে। তাই দলীয়ভাবে আমাদের শক্তিশালী থাকতে হবে, যাতে সে তার সেরা দিন কাটাতে না পারে।’

তবে শুধু রোনালদো নন, পুরো রিয়ালকে নিয়েই সতর্ক কলম্বিয়ান তারকা, ‘রিয়াল শুধু রোনালদোর দল নয়, অন্য পজিশনেও তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। সব মিলিয়ে কাজটা সহজ হবে না আমাদের।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি