X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘নতুন ফুটবল কোচ আসছেন শিগগিরই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৮:৩৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৮:৩৫

সংবাদ সম্মেলনে নতুন কোচের বিষয়ে কথা বলছেন বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ গত  মাসের শেষ দিকে লাওস সফরে বাংলাদেশ দলের সঙ্গেই ছিলেন অ্যান্ড্রু ওর্ড। তবে ২৭ মার্চ প্রীতি ম্যাচ খেলে জাতীয় দল ফিরলেও অস্ট্রেলিয়ান কোচ আর ফেরেননি। পরে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। ফুটবলের জন্য সুখবর, নতুন কোচের জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, শিগগিরই জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন নতুন কোচ।

বুধবার রাজধানীর একটি হোটেলে সাফ ফুটবলের ড্র ও সূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছে আমাদের। এখন একাধিক কোচের সঙ্গে আলোচনা চলছে। আমার বিশ্বাস, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন হেড কোচের সঙ্গে আমাদের চুক্তি হয়ে যাবে। এই মাসেও ক্যাম্প চলবে জাতীয় দলের। আমাদের ট্রেনার এবং অন্যান্য  কোচ আছেন। আমি তো কোনও সমস্যা দেখছি না।’

সাফ ফুটবল শুরু হবে ৪ সেপ্টেম্বর।  নেপাল, পাকিস্তান ও ভুটানের সঙ্গে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে সাফল্য পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বাফুফে।

এ বিষয়ে কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ‘সাফ ফুটবলের আগে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে আমাদের। প্রস্তুতির জন্য চার মাস আছে। প্রস্তুতি দেশের পাশাপাশি বিদেশেও চলবে। নতুন কোচের সঙ্গে চুক্তি হবে শিগগিরই। কোচের সঙ্গে আলোচনা করেই পরিকল্পনা চূড়ান্ত করা হবে। অচিরেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে আপনাদের।’

টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়