X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হকি অঙ্গনে নিষিদ্ধ সাবেক তারকা কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ২১:১১আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ২১:১১

হকি ফেডারেশনের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ কামালের বিরুদ্ধে। ছবি-ফেসবুক সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামালের বিরুদ্ধে অভিযোগ, হকি ফেডারেশনের টাকা তিনি ফেরত দেননি।  ফেডারেশন তাই কামালকে হকির সব ধরনের কর্মকাণ্ড থেকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করেছে। বুধবার হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

বিমানবাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত সভা শেষে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেছেন, ‘ফেডারেশন তার কাছে ৭৪ হাজার টাকা পায়। কয়েকবার চিঠি দেওয়ার পরও তিনি কোনও উত্তর দেননি। এজন্য কার্যনির্বাহী কমিটি  হকি অঙ্গনে তাকে নিষিদ্ধ করেছে।’

চার বছর আগে স্কুল হকির ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালনের সময় টাকা ফেরত না দেওয়ার অভিযোগ কামালের বিরুদ্ধে। ফেডারেশনের এমন সিদ্ধান্তে তিনি বিস্মিত। আত্মপক্ষ সমর্থন করে সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘স্কুল হকিতে সেই সময় নির্ধারিত বাজেটের মধ্যে অর্থ ব্যয় হয়েছিল। আমরা টাকাও বাঁচিয়েছিলাম, কিন্তু উদ্বৃত্ত টাকার অংশ থেকে ৭৪ হাজার টাকা দেওয়া হয়নি। এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে  সাদেক ভাই,  রহমত ভাইয়ের ( ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত খাজা রহমতউল্লাহ) সঙ্গে কথা বলেছিলাম। তবু কেন আমাকে নিষিদ্ধ করা হলো বুঝতে পারছি না।  মাত্র ৭৪ হাজার টাকার জন্য এ ধরনের নিষেধাজ্ঞা দুঃখজনক।’

এদিকে আরেক সাবেক খেলোয়াড় মামুনুর রশীদ ক্ষমা চাইলেও তার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। গত অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে সাংগঠনিক কমিটির সেক্রেটারি ছিলেন মামুন। হকি ফেডারেশনের বর্তমান কমিটির সমালোচনা করে আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছে ই-মেইল করার অভিযোগ তার বিরুদ্ধে। এ কারণে তাকে শোকজও করে ফেডারেশন। শোকজের জবাবে মামুন বলেছেন, ‘আমার ই-মেইল হ্যাক করে এটা করা হয়েছিল। তবে যা-ই ঘটুক না কেন, আমি দুঃখিত।’

মামুনের জবাবে অবশ্য ফেডারেশন সন্তুষ্ট নয়। এ বিষয়ে আব্দুস সাদেকের বক্তব্য, ‘মামুনকে আগে প্রমাণ করতে হবে যে তিনি আমাদের বিষোদগার করে কোনও ই-মেইল করেননি। নইলে তাকেও শাস্তির সামনে পড়তে হবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!