X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোনালদোর গোলে হার এড়াল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১০:৩৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১০:৫৩

রোনালদোর গোলে হার এড়াল রিয়াল বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের আগে হারের শঙ্কায় পড়েছিল রিয়াল মাদ্রিদ। ক্রিস্তিয়ানো রোনালদোর শেষ দিকের গোলে লা লিগায় অঘটন এড়াল তারা। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেটিক বিলবাওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়নরা।

মাত্র ১৪ মিনিটে ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে যায় অতিথিরা। দলে ফেরা রোনালদো ৮৭ মিনিটে লুকা মদরিচের ড্রাইভ থেকে চমৎকার ফ্লিকে সমতা ফেরান। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকো মাদ্রিদের (৭১) সঙ্গে রিয়ালের ব্যবধান দাঁড়াল ৩ পয়েন্টের।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের লড়াইয়ে জার্মানিতে যাবে রিয়াল। তার আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে বিলবাওর ম্যাচকে দেখছিলেন জিদানে। তাই মালাগার বিপক্ষে আগের ম্যাচে বিশ্রামে থাকা রোনালদোকে একাদশে রেখেছিলেন তিনি। কিন্তু বাদ পড়েন গ্যারেথ বেল।

৯ মিনিটে প্রথম গোল করতে পারতেন রোনালদো। ডানপ্রান্ত থেকে দানি কারভাহালের ক্রসে বুলেট গতির হেড নিয়েছিলেন ম্যানইউর সাবেক ফরোয়ার্ড, কিন্তু বিলবাও গোলরক্ষক কেপা আরিজাবালাগা ও ক্রসবার বাধা হয়ে দাঁড়ায়।

ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেও ৫ মিনিট পর রিয়াল আচমকা গোল খেয়ে বসে। ইনিগো করদোবার পাসে রাফায়েল ভারানেকে পেছনে ফেলে চমৎকার চিপে কেইলর নাভাসকে পরাস্ত করেন উইলিয়ামস।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। আবারও রোনালদোর চেষ্টা। তবে কেপা তার বাঁপায়ের শটকে মাঠের বাইরে পাঠিয়ে কর্নার করেন। বিরতির ঠিক আগে মার্কো আসেনসিও বিলবাওর রক্ষণ চিড়ে ঢুকে পড়েছিলেন। তার নিচু শট রুখে দিয়ে আবারও অতিথিদের বাঁচান কেপা।

দ্বিতীয়ার্ধে রোনালদোর পেনাল্টি আবেদন নাকচ হওয়ার কিছুক্ষণ পর অতিথিরা ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায়। করদোবার শট রুখে দেয় রিয়ালের রক্ষণ। ফিরতি শটে রাউল গার্সিয়া গোলবারের ওপর দিয়ে বল মারেন।

ম্যাচের ২০ মিনিট আগে বেল ও ইসকো বদলি মাঠে নামেন। কিন্তু তাদের কেউ নয়, টানা ১২ ম্যাচে গোল করে রিয়ালকে উদ্ধার করেন রোনালদো। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!