X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বোরেনের বিদায়

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৮, ১২:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১২:৫৯

পিটার বোরেন প্রায় এক দশক নেতৃত্ব দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন নেদারল্যান্ডসের পিটার বোরেন। ২০০৯ সালে জেরোন স্মিটসের উত্তরসূরি হওয়ার পর ৩৭ টি-টোয়েন্টি ও ৩১ ওয়ানডেতে ডাচদের নেতৃত্ব দিয়েছেন ৩৪ বছর বয়সী। তার বিদায়ে নেদারল্যান্ডসের অধিনায়ক হয়েছেন পিটার শিলার।

বুধবার সন্ধ্যায় বোরেনকে শুভ কামনা জানিয়ে বিবৃতি দেয় রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)। বিদায়ের ঘোষণাটা তাই নিজে থেকে দিতে হয়নি সবচেয়ে অভিজ্ঞ এই অধিনায়ককে। বোর্ডের বিবৃতিতে সম্মতি দিয়ে তার টুইট, ‘ওহ, চমৎকার। আমি সুযোগ পাওয়ার আগেই কেএনসিবি আজ রাতে এই বিবৃতি দেবে বুঝতেই পারিনি। কিন্তু সত্যি হলো, তারা যেটা বলেছে ঠিক।’

নিউজিল্যান্ডে জন্ম নেওয়া বোরেন ২০০৬ সালের জুনে ডেনমার্কের বিপক্ষে নেদারল্যান্ডসের জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ১২ বছরের ক্যারিয়ারে ৫৮ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছানো চার ডাচ ব্যাটসম্যানের একজন তিনি। ৪৬ উইকেট নিয়ে মুদাচ্ছের বুখারি ও রায়ান টেন ডেসকাটের পর তৃতীয় শীর্ষ বোলার বোরেন। ৬৩৮ রান করে টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় তৃতীয় তিনি।

সফল কিছু অধ্যায়ে নেতৃত্ব দিয়েছেন বোরেন। ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইয়ে আচমকা ওয়ানডে মর্যাদা হারানোর পর গত ডিসেম্বরে বিশ্ব ক্রিকেট লিগ জিতে আবারও সেটা পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছেন তিনি।

২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে টপ অর্ডারে দারুণ ছন্দ তুলে দেন বোরেন। অল্পের জন্য তার হাফসেঞ্চুরি না হলেও ১৯০ রানের লক্ষ্য ডাচরা ৪ উইকেটে টপকে যায় মাত্র ১৩.৫ ওভারে। তার নেতৃত্বে ওই আসরের সুপার টেনে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পায় নেদারল্যান্ডস।

কিন্তু এবারের বিশ্বকাপ বাছাইয়ে ডাচদের ব্যর্থতায় শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার। মার্চে জিম্বাবুয়েতে এই প্রতিযোগিতায় ছয় ইনিংসে মাত্র ৫২ রান করেন বোরেন। কেবল একবার দুই অঙ্কের ঘরে রান করেছেন- সপ্তম স্থান নির্ধারণী সেমিফাইনাল প্লেঅফে হংকংয়ের বিপক্ষে ৩১ রান করেন তিনি। গ্রুপ পর্বে মাত্র এক ম্যাচ জেতা ডাচদের সান্ত্বনা ছিল কেবল হংকং ও নেপালের বিপক্ষে জয়। ক্রিকইনফো, ক্রিকবাজ

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
বিশ্বকাপ নিয়ে বেশি মাতামাতি না করতে শান্তর অনুরোধ
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
দুর্গাসাগরে ডুবে পুণ্যস্নানে আসা কলেজছাত্রের মৃত্যু
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
টেস্ট পরীক্ষার নামে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০