X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মৌসুমের প্রথম হার সাকিবদের

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ০০:২৯আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ০০:৩৪

শর্ট বল খেলার মুহূর্তে সাকিব টানা তিন জয়ে ছন্দে ছিল সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ। সেই ছন্দ ধরে রাখতে পারলো না বৃহস্পতিবার। কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৫ রানে পরাজিত হয়ে মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ নিলো হায়দরাবাদ।
১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৭৮ রানই তুলতে পেরেছে সানরাইজার্স। সাকিব খেলার শেষ দিকে নামলেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন অশ্বিনের ওভারে ঝড়ো কিছু শট খেলে। ১২ বলে ২৪ রানে মাঠ ছাড়তে হয়েছে সাকিবকে। যাতে ছিল ১টি চার ও দুটি ছয়। সর্বোচ্চ ৫৭ রানে অপরাজিত ছিলেন মনিশ পান্ডে। ৪২ বলের ইনিংসে ছিল ৩টি চার ও একটি ছয়। অধিনায়ক কেন উইলিয়ামসন দ্রুতগতিতে ৫৪ রান করে কিছুটা চেষ্টা করলেও তাকে থিতু হতে দেননি টাই। এর আগে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হন ওপেনার শিখর ধাওয়ান।

শুরুতে চমক তৈরি করেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। এবারের আসরে প্রথমবার ব্যাটিং নিলো কোনও দল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব। খেলতে নেমে বাকি চমক তৈরি করেন ব্যাটিং দানব ক্রিস গেইল। তার ঝড়ো সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব।

চন্ডিগড়ে এক গেইল ঝড়েই কাবু হয়েছে হাদরাবাদ। ৫৩ রানে লোকেশ রাহুল ফিরলেও গেইল ঝড় থামাতে পারেনি সাকিব আল হাসান-রশিদ খানরা। গেইল যাকেই পেয়েছেন বাউন্ডারি ছাড়া করেছেন হাত খুলে।

সাকিব বল হাতে সফলতার মুখ দেখেননি। দুই ওভারে দিয়েছেন ২৮ রান। ছিল না কোনও উইকেট। রশিদ খান ছিলেন আরও ব্যয়বহুল। ৪ ওভারে ৫৫ রান দিয়ে নেন একটি উইকেট।

ক্যারিবীয় তারকা গেইল ৬৩ বলে অপরাজিত ছিলেন ১০৪ রানে। মৌসুমের প্রথম এই সেঞ্চুরি আসে ৫৮ বলে। ১টি চারের বিপরীতে ১১টি ছয় গেইল আগ্রাসনেরই ইঙ্গিত দেয়। গেইল ঝড়ের মাঝে আগারওয়াল ১৮ ও করুন নায়ের ৩১ রানে ফিরলেও গেইল থেমে থাকেননি। অপরপ্রান্ত থেকে মাঠ কাঁপিয়েছেন। তার সঙ্গে ১৪ রানে অপরাজিত ছিলেন অ্যারন ফিঞ্চ।

আইপিএলে ষষ্ঠবারের মতো সেঞ্চুরির দেখা পেলেন গেইল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবমিলিয়ে এটা তার ২১তম সেঞ্চুরি। ম্যাচসেরাও হয়েছেন গেইল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া