X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আবারও বাংলাদেশের দাবা কোচ ইগর রাউসিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৮, ১০:২২আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১০:২৫

ইগর রাউসিস শুরুতে বাংলাদেশে খেলতে এসেছিলেন তিনি। খেলার পাশাপাশি একাধিকবার জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন লাটভিয়ার গ্র্যান্ডমাস্টার ইগর রাউসিস। পর্যায়ক্রমে চারবার রাজীব-রাকিবদের কোচ ছিলেন বর্তমানে চেক রিপাবলিকের হয়ে খেলা এই দাবাড়ু। সেই রাউসিসকে পঞ্চমবারের মতো জাতীয় দলের কোচ করতে যাচ্ছে দাবা ফেডারেশন।

আগামী জুন থেকে তিন মাসের জন্য জিয়া-রাজীবদের কোচ হবেন এই সুপার গ্র্যান্ডমাস্টার। লক্ষ্য ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াড। জর্জিয়ার বন্দরনগরী বাতুমিতে ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। যেখানে অংশ নেবে বাংলাদেশ পুরুষ ও মহিলা দুই দলই।

আড়াই হাজার ডলার পারিশ্রমিকে রাউসিসকে আনছে দাবা ফেডারেশন। আপাতত তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হলেও প্রয়োজনে তার মেয়াদ বাড়ানো হবে। ২০০০, ২০০২, ২০০৭ ও ২০০৮ সালে বাংলাদেশ দলের কোচ থাকা লাটভিয়ান দাবাড়ুকে ঘিরে দারুণ আশাবাদী দাবা ফেডারেশন।

ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীমের কথায় তা স্পষ্ট, ‘দাবা অলিম্পিয়াডকে সামনে রেখে তিন মাসের জন্য ইগর রাউসিসকে আনা হচ্ছে। প্রয়োজন পড়লে তার মেয়াদ বাড়বে। তার অধীনে বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলবে বাংলাদেশ। আশা করছি বিদেশি কোচের অধীনে বাংলাদেশের দাবাড়ুদের মান আরও বাড়বে।’

২৬৪০ রেটিংধারী রাউসিস শুধু অলিম্পিয়াডগামী দলকেই প্রশিক্ষণ দেবেন না, উদীয়মানদেরও দেখভাল করবেন। রাউসিসের বেতন সহ আনুষঙ্গিক খরচ ও ট্রেনিংয়ের ব্যয় নির্বাহে দাবা ফেডারেশন ১ কোটি টাকা পাওয়ার আশ্বাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা