X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অ্যাতলেতিকোর হারে শিরোপা উৎসব শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১১:০৫আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৪:২২

আন্তোয়ান গ্রিয়েজমানের হতাশা লা লিগার শিরোপা আরও ভালোভাবে বার্সেলোনার হাতে তুলে দিলো অ্যাতলেতিকো মাদ্রিদ। কাতালানদের শিরোপা উৎসব আগেভাগেই শুরু হয়ে গেছে মাদ্রিদের ছোটদের হারে। রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে অ্যাতলেতিকো ৩-০ গোলে হেরে আসায় শিরোপা জিততে বার্সেলোনা দরকার আর একটি জয়।

এবারের লা লিগার শিরোপা একরকম নিশ্চিতই হয়ে গেছে কাতালানদের। তবু ৩৩তম রাউন্ডের খেলায় সেল্তা ভিগোর মাঠ থেকে ২-২ গোলে তারা ড্র করে ফেরায় শিরোপা জয়ের সময়টা একটু দীর্ঘ হবে বলেই ভাবা হচ্ছিল। কারণ অ্যাতলেতিকো মাদ্রিদ জিতে গেলে পয়েন্ট ব্যবধান কিছুটা কমে আসতো। তবে ডিয়েগো সিমিওনের দল সেই ‘ভুল’ করেনি। সোসিয়েদাদের মাঠ থেকে বড় ব্যবধানে হেরে শিরোপার আরও কাছে নিয়ে গেছে বার্সেলোনাকে।

বদলি খেলোয়াড় হুয়ানমির জোড়া লক্ষ্যভেদের আগে উইলিয়াম হোসের গোলে ‘রোজিব্লাঙ্কোদের’ ৩-০ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। ২৭ মিনিটে হোসের লক্ষ্যভেদে এগিয়ে গিয়ে বিরিতিতে গিয়েছিল তারা ১-০ গোলে এগিয়ে থেকে। আর দ্বিতীয়ার্ধে ৮০ মিনিটের পর ইনজুরি টাইমে হুয়ানমি দুইবার জাল খুঁজে পেলে স্বাগতিকরা বড় জয় নিয়ে ছাড়ে মাঠ।

সোসিয়েদাদের এই জয়ে শিরোপা থেকে এখন ৩ পয়েন্ট দূরে বার্সেলোনা। সামনের সপ্তাহান্তে দেপোর্তিভো লা করুণার বিপক্ষে জিতলেই লা লিগার শিরোপা পুনরুদ্ধার করবে এরনেস্তো ভালভারদের দল। যাতে ন্যু ক্যাম্পের এল ক্লাসিকোর আগেই মাতবে শিরোপা উৎসবে।

অ্যাতলেতিকোর হারে লাভ হয়েছে রিয়াল মাদ্রিদেরও। এখন তারা দ্বিতীয় হয়েও শেষ করতে পারে লিগ মৌসুম। মাদ্রিদের ‘ছোটরা’ হেরে যাওয়ায় দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ৩। ৩৩ ম্যাচ শেষে অ্যাতলেতিকোর পয়েন্ট ৭১, আর রিয়ালের ৬৮। বাকি থাকা পাঁচ ম্যাচে এই ব্যবধান ঘুচিয়ে ফেলা অসম্ভব নয় রিয়ালের জন্য।

একদিকে চলছে শিরোপার  হিসাব মেলানোর অঙ্ক, অন্যদিকে চলছে রেলিগেশনের হিসাব-নিকাশ। পাঁচ রাউন্ড আগেই লা লিগা থেকে দ্বিতীয় বিভাগে নেমে গেছে মালাগা। লেভান্তের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ায় ১০ বছর পর সেগুন্দা বিভাগে নেমে যেতে হলো মালাগাকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
রূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট