X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে তাদের দিকেও নজর থাকবে নেইমারের

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১২:৩০আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১২:৩০

ব্রাজিলিয়ান দুই সতীর্থ কৌতিনিয়ো ও হেসুসের দিকে নজর থাকবে নেইমারের দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। রাশিয়ার আসরে লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর দিকেই বেশি নজর থাকবে ফুটবল বিশ্বের। নেইমারও এর বাইরে নন। তবে ব্রাজিলিয়ান তারকা আলাদাভাবে নজর রাখবেন আরও বেশ কয়েকজন খেলোয়াড়দের ওপর।

প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সিতে পাওয়া অ্যাঙ্কেলের চোটে ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান তারকার এই মুহূর্তে চোট সারিয়ে ওঠার কাজ করছেন। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, সেই সংশয় এখনও কাটেনি তার। তবে সেরে ওঠার ‍মিশনের সঙ্গে বিশ্বকাপ নিয়ে ভাবতে শুরু করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। রাশিয়ার আসরে নিজের দলের খেলোয়াড় তো আছেই, নেইমার নজরে রাখছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও।

বলার অপেক্ষা রাখে না সবার নজরে থাকবেন মেসি ও রোনালদো। নেইমারও তাদের জাদু দেখার অপেক্ষায়। তবে তার সঙ্গে জাতীয় দলের দুই সতীর্থ ফিলিপে কৌতিনিয়ো ও গাব্রিয়েল হেসুসের দিকেও নজর তার। তালিকায় আরও আছেন মিশরের মোহাম্মদ সালাহ, বেলজিয়ামের এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইন।

জাতীয় দলের দুই সতীর্থের ব্যাপারে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্তে’কে বলেছেন, ‘অনেক ভালো মানের খেলোয়াড় আছে। এটা বিশ্বকাপ, যেখানে বিশ্বের সেরা নিয়েই কথা হবে। তবে (ফিলিপে) কৌতিনিয়ো ও (গাব্রিয়েল) হেসুস পার্থক্য গড়ে দিতে পারে। আশা করছি তারা পারবে।’ অন্য দেশের খেলোয়াড়দের কথা বলতে গিয়ে নেইমারের বক্তব্য, ‘মোহাম্মদ সালাহ বড় কোনও জাতীয় দলে খেলে না। তবে তার ভালো একটি বিশ্বকাপ হতে পারে। আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যেমন- এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন ও লুই সুয়ারেস।’

তাদের ভালো পারফরম্যান্স দেখতে চান নেইমার, তবে ব্রাজিলের বিপক্ষে যেন সেটা নয়, তাও জানিয়ে রাখলেন, ‘আশা করছি তারা ভালো করতে পারবে, চমৎকার একটি বিশ্বকাপ কাটবে। তবে আশা করছি সেটা ব্রাজিলের বিপক্ষে হবে না।’ বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে পিএসজি তারকার প্রত্যাশা, ‘এই দলটির অংশ হতে পেরে আমি আনন্দিত। আমার কাছে এই মুহূর্তে আমরা শক্তিশালী দল। (বিশ্বকাপ) জেতার জন্য মানসম্মত খেলোয়াড় আছে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা