X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মৌসুম শেষে আর্সেনাল ছাড়বেন ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১৭:১৪আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৭:২৬

আর্সেন ওয়েঙ্গার ‘আর্সেনাল ছাড়ার সময় হয়ে গেছে ওয়েঙ্গারের’- গত দুই মৌসুম ধরেই কথাটা নিয়ে আলোচনা খুব। তবে চলতি মৌসুমে বিষয়টি আরও বড় হয়ে সামনে আসে আর্সেনালের বাজে পারফরম্যান্সে। শেষ পর্যন্ত ফরাসি কোচ ইতিই টেনে দিলেন আর্সেনাল অধ্যায়ের। ২০১৭-১৮ মৌসুম শেষেই আর্সেনাল ওয়েঙ্গার বিদায় জানাবেন গানারদের।

২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করে ‘এখনই বিদায় জানানোর সঠিক সময়’ মনে করছেন তিনি। ১৯৯৬ সালে গানারদের কোচের চেয়ারে বসে তিনটি প্রিমিয়ার লিগ ও সাতটি এফএ কাপের শিরোপা যোগ করেছেন তিনি নামের পাশে। তবে গত কয়েক মৌসুম একেবারে সুবিধা করতে পারেননি। গত গ্রীষ্মে ১৯৯৬-৯৭ মৌসুমের পর প্রথমবার আর্সেনাল সুযোগ পায়নি চ্যাম্পিয়নস লিগে। এবারও প্রিমিয়ার লিগের সেরা চারের বাইরের গানাররা। ৩৩ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে, চ্যাম্পিয়নস লিগের জায়গায় না থাকার সম্ভাবনাই প্রবল। সবদিক বিবেচনা করে তাই আর্সেনালকে বিদায় বলে দিলেন তিনি।

চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। তবে সে পর্যন্ত অপেক্ষা করলেন না ওয়েঙ্গার। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ওয়েঙ্গার বিদায়ের ঘোষণা দিয়েছেন এভাবে, ‘অনেক ভেবে-চিন্তে ও ক্লাবের সঙ্গে আলোচনা করে মনে হয়েছে মৌসুম শেষে আমার সরে দাঁড়ানো সঠিক হবে। আমি গর্বিত এই ক্লাবের সঙ্গে এতটা সময় কাজ করতে পেরে, যেখানে আছে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। আমি দায়বদ্ধ ও সততার সঙ্গে দায়িত্ব সামলানোর চেষ্টা করেছি।’

বিদায়ের ঘোষণার সঙ্গে খেলোয়াড় ও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরাসি কোচ, ‘ধন্যবাদ জানাতে চাই স্টাফ, খেলোয়াড়, পরিচালক ও ভক্তদের, যারা এই ক্লাবটিকে করেছে বিশেষ। ক্লাবের প্রতি আমার ভালোবাসা ও সমর্থন থাকবে সবসময়।’

৬৮ বছর বয়সী ওয়েঙ্গারের কোচিং ক্যারিয়ার শুরু ১৯৮৪ সালে, ফরাসি ক্লাব এস মুতজিগের হয়ে। তিন বছর সেখানে কাটিয়ে ১৯৮৭ সালে যোগ মোনাকোয়। ফরাসি ক্লাবটিকে একটি লিগ ওয়ান ও কাপের শিরোপা জেতানোর পথে দায়িত্বে ছিলেন সাত বছর। এরপর এক মৌসুমের জন্য গিয়েছিলেন এএসপিভি স্ত্রাসবুর্গে। ওখান থেকেই ১৯৯৬ সালে দায়িত্ব নেন আর্সেনালের। ২২ বছরের বর্ণিল সেই ক্যারিয়ারের ইতি টানবেন ওয়েঙ্গার চলতি মৌসুম শেষে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!