X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মাশরাফিকে টি-টোয়েন্টিতেই বেশি দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৯:৪৭আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৯:৫৮

‘মাশরাফিকে টি-টোয়েন্টিতেই বেশি দরকার’ গত বছরের এপ্রিলে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে আচমকা টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি মুর্তজা। তারপরও ২০ ওভারের ক্রিকেটে তাকে দেখার ইচ্ছা থেকে নিদাহাস ট্রফির দল ঘোষণায় দেরি করেছিলেন নির্বাচকরা। কিন্তু তার সিদ্ধান্ত পাল্টাতে পারেননি কেউ। আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তার জন্য দরজা খোলা রাখছে বোর্ড। রবিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, টি-টোয়েন্টিতে মাশরাফিকে বেশি প্রয়োজন।

মাশরাফির টি-টোয়েন্টি অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে জোরালো চেষ্টা করেন নির্বাচকরা। নিদাহাস ট্রফিতে তাকে না ফেরাতে পারার অসহায়ত্বের কথা সংবামাধ্যমে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

আফগানিস্তান সিরিজে মাশরাফিকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ৩৪ বছর বয়সী ডানহাতি পেসার সেদিকে কর্ণপাত করছেন না। আগামী মঙ্গলবার খুলনায় দক্ষিণাঞ্চলের হয়ে লম্বা সংস্করণের ক্রিকেটে মাঠে নামার কথা মাশরাফির। গত সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় লিগের দুটি ম্যাচ খেলেছিলেন তিনি খুলনার হয়ে। চার দিনের ম্যাচে খেলতে যাচ্ছেন বলে আগের মতো এবারও তাই মাশরাফির টেস্টে ফেরা নিয়ে গুঞ্জন।

২০০৯ সালে সবশেষ টেস্ট খেলা মাশরাফি কেন ফিরছেন লম্বা ফরম্যাটের ক্রিকেটে! সেই কারণ ব্যাখ্যা করতে হয়েছে প্রধান নির্বাচককে। তিনি আদৌ টেস্টে ফেরার জন্য লিগে ফিরছেন কিনা স্পষ্ট না হলেও মিনহাজুল আবেদীনের মতে টেস্ট ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টিতে মাশরাফিকে বেশি প্রয়োজন।

প্রধান নির্বাচক বলেছেন, ‘মাশরাফি চার দিনের ম্যাচ খেলতে যাচ্ছে। এটা পুরোপুরি তার ও বিসিবির ব্যাপার। তার ব্যাপারে যেভাবে আমাদের নির্দেশ দেওয়া আছে, সেভাবেই আমরা এগুবো। যদি টেস্ট খেলতে চায় খেলবে। কিন্তু আমরা চাচ্ছি, টি-টোয়েন্টিতে ফিরুক সে। ২০ ওভারেই তাকে আমাদের বেশি প্রয়োজন।’

টেস্টে সুযোগ পেতে হলে মাশরাফিকে সামর্থ্যের প্রমাণ দিতে হবে জানালেন মিনহাজুল আবেদীন, ‘একজন খেলোয়াড় কোনও একটি ফরম্যাট থেকে অবসর নিলে সেটা বাদ দিয়ে চিন্তা করতে হয়। তারপরও সে ফিরতে চাইলে পারফরম্যান্স মাথায় রেখে বিবেচনা করা হবে।’

বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ইনজুরিতে। তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন ও নাসির হোসেনরা এখন মাঠের বাইরে। তবে বিসিএল শেষে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগেই তারা সেরে উঠবেন বিশ্বাস মিনহাজুল আবেদীনের।

২৭ এপ্রিল বিসিএল শেষ হওয়ার তিন সপ্তাহ পর ক্যাম্প শুরু হয়ে যাবে। ফিট হতে বেশ সময় পাবেন ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়রা। প্রধান নির্বাচক তাই আশাবাদী, ‘চোটের ওপর কারও হাত নেই। সামনে অনেক সময় আছে। বিসিএল ২৭ এপ্রিল শেষ হওয়ার পর খেলোয়াড়রা সেরে উঠতে আড়াই থেকে তিন সপ্তাহ সময় পাবে। আশা করি, ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে সুস্থ পাব।’

আফগানিস্তান সিরিজকে যে হালকাভাবে নিচ্ছে না সেটাই ইঙ্গিত দিলেন মিনহাজুল আবেদীন। ওই সিরিজে অভিজ্ঞদের বাদ দেওয়ার চিন্তা থেকে সরে এসেছে বিসিবি জানালেন তিনি, ‘আমাদের কাছে সবশেষ খবর, লম্বা সময়ের চোট কারও নেই। (আফগানিস্তান সিরিজ) আমাদের মূল দলকে খেলানোর কথাই ভাবছি আমরা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা