X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সবুজের গোলে ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ২০:৫৬আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২১:২০

আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকিতে চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড। চতুর্থ শিরোপার লক্ষ্যে রবিবার টার্ফে নেমেছিল আকাশি-নীল জার্সিধারীরা। প্রতিপক্ষ ছিল ফেভারিট মেরিনার্স। তাদের ১-০ গোলে হারিয়ে শিরোপা হাতে নিয়েছে আবাহনী। সোহানুর রহমান সবুজের একমাত্র গোলে জিতেছে তারা।

ক্লাব কাপ হকিতে এটি আবাহনীর চতুর্থ শিরোপা। মোহামেডান ও ঊষার পাশেই এখন তাদের স্থান। আকাশি-নীলদের কোচ মাহবুব হারুনের কাছে মৌসুমের প্রথম আসরেই হেরে গেলেন মেরিনার্সের জার্মানির কোচ অলিভার কার্টজ।

মওলানা ভাসানী স্টেডিয়ামে রবিবার ঝড়-বৃষ্টির কারণে ফাইনাল শুরু হয় দেরিতে। ম্যাচের শুরু থেকে ভারতীয় খেলোয়াড় নিয়ে মেরিনার্স বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকে। কিন্তু গোল করার মতো আক্রমণ তেমন হয়নি।

বরং আবাহনী মালয়েশিয়ার খেলোয়াড়দের সমন্বয়ে দুটো গোলের সুযোগ তৈরি করে, গোলও পায়। কিন্তু বিধিবাম! দুটি গোলই বাতিল হয়েছে।

১৬ মিনিটে আক্রমণ চালায় আবাহনী। জটলা থেকে কৃষ্ণ কুমারের ডাইভিং পুশে গোল হলেও আম্পায়াররা পরে তা বাতিল করে দেন। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আবাহনীর আরও একটি গোল বাতিল হয়। ডিবক্সের বাইরে থেকে হিট নেওয়ায় গোল বাতিল হয়।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় আবাহনী প্রথম পেনাল্টি কর্নার থেকে। ৪১ মিনিটে মালয়েশিয়ার ফরোয়ার্ড ইজওয়ান ফিরদাউসের হিটে সারওয়ারের থামানো বলে সোহানুর রহমান সবুজ অনায়াসে গোলরক্ষক অসীম গোপকে পরাস্ত করেন।

দ্বিতীয় পেনাল্টি কর্নার পায় আবাহনী ৫৪ মিনিটে। আশরাফুলের হিট গোলকিপার রুখে দেন। আবারও পেনাল্টি কর্নার। তবে এবার আশরাফুল তৃতীয় কর্নারটি বাইরে মারেন। আবাহনীর চতুর্থ পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি।

শেষ মুহূর্তে মেরিনার ইয়াংস পেনাল্টি কর্নার পেয়ে কাজে লাগাতে পারেনি। নাইমউদ্দিনের হিট গোলকিপার নিপ্পন রুখে দিয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন।

আবাহনীর কোচ মাহবুব হারুন উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘মেরিনার্স বেজ লাইন ধরে খেলার চেষ্টা করেছে। আমরা সেটা ব্লক করে দেই। এতেই সফল হয়েছি আমরা। মৌসুমের প্রথম শিরোপা জিতে বেশ ভালো লাগছে।’

এই ট্রফি প্রয়াত খাজা রহমতউল্লাকে উৎসর্গ করেছে আবাহনী।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!