X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেক-তাসকিনের নতুন চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ২২:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২২:৫৮

মোসাদ্দেক-তাসকিনের নতুন চ্যালেঞ্জ খারাপ খেলার কারণে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারকে- তাদের মধ্যে অন্যতম মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। চুক্তি থেকে বাদ পড়ার পরই বাংলাদেশ ক্রিকেট লিগে সেঞ্চুরি করেছেন মোসাদ্দেক। অন্যদিকে ইনজুরিতে মাঠের বাইরে দিন কাটাচ্ছেন তাসকিন। তাদের দুজনের লক্ষ্যই এক- আবার কেন্দ্রীয় চুক্তিতে ফেরা। এটাকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার।

চুক্তি থেকে নাম বাতিল হওয়ার পর হতাশায় ভেঙে পড়তে চান না তাসকিন। বরং একে ঘুরে দাঁড়ানোর শক্তিশালী মন্ত্র হিসেবে দেখছেন তিনি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বললেন বাস্তববাদী তাসকিন বলেছেন, ‘যা যাওয়ার গেছে, এটা নিয়ে ভেবে লাভ নেই। এখন আমার ফিটনেস আরও বাড়াতে হবে। নিজেকে ফিট করতে হবে। আমার ইনজুরি আছে, তবে আমি যদি শতভাগ ফিট হই তাহলে ভালো কিছু করতে পারব। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চাই। ভালো খেলতে পারলে নিশ্চয় আবার চুক্তিতে ফিরব।’

নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না তাসকিন নিজেই, ‘না, আমি একদমই সন্তুষ্ট নই। আমি জানি যে আরও ভালো বল করতে পারি, সেটা আগেও প্রমাণ করেছি। আগের কয়েকটা সিরিজে খারাপ খেলেছি। সামনে সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।’

এদিকে তাসকিনের মতো মোসাদ্দেকও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, ‘চুক্তি থেকে বাদ পড়াটা হতাশাজনক হলেও আমি মনে করি সব শেষ হয়ে যায়নি। পারফরম্যান্স ভালো ছিল না বলেই বাদ পড়ছি। এখন আমার চিন্তা হচ্ছে ভালো পারফর্ম করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নেওয়া।’

চোখের ইনজুরিতে অনেক দিন মাঠের বাইরে ছিলেন মোসাদ্দেক। তার প্রভাব পারফরম্যান্সে কিছুটা পড়েছে মনে করেন এই অলরাউন্ডার, ‘হয়তো (চোখের ইনজুরির প্রভাব) ছিল। ইনজুরির কারণে ম্যাচ খেলতে না পারলে কীভাবে চুক্তিতে থাকব।’

প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ব্যাটিং পজিশন নিয়ে অসন্তুষ্ট মোসাদ্দেক। জাতীয় দলে নিচের দিকে ব্যাটিং করলেও ঘরোয়া ক্রিকেটে একই জায়গায় ব্যাটিং করা মেনে নিতে পারছেন না তিনি। আবাহনীতে মোসাদ্দেক বেশির ভাগ ম্যাচেই সাত বা আট নম্বরে নেমেছেন। নাসির হোসেন অধিনায়ক হয়ে উপরে ব্যাটিং করাতেই এই অবস্থা।

এটা টিম ম্যানেজমেন্টের নজরে দিলেন মোসাদ্দেক, ‘এই জায়গাতে আমার অভিযোগ আছে। আমি জাতীয় দলে কম্বিনেশনের কারণে নিচের দিকে খেলি, সেখানে আমার আপত্তি নেই। কিন্তু ঘরোয়াতেও সাত বা আট নম্বরে খেলতে হলে আমার কিছু দেওয়া সম্ভব হবে না। আমি আশা করব টিম ম্যানেজমেন্ট বিষয়টা ভেবে দেখবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা