X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সালাহকে থামাতে রোমার ‘বিশেষ কৌশল’

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৮, ১৯:২২আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:২২

সালাহ মাঠে নামলেই গোল পাচ্ছেন মোহাম্মদ সালাহ। তাকে নিয়ে প্রতিপক্ষের মাথা ব্যথা হওয়া স্বাভাবিক। এবার সাবেক ক্লাবের দুশ্চিন্তায় মিশরীয় ফরোয়ার্ড। ফুটবলারদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরাকে থামাতে মাথা ঘামাচ্ছে রোমা। লিভারপুলের জার্সিতে উড়তে থাকা সালাহকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে আটকাতে ‘বিশেষ কৌশল’ অবলম্বন করছে ইতালিয়ান জায়ান্টরা।

সালাহ বেশ পরিচিত সিরি ‘এ’ দলটির কাছে। লিভারপুলে এই মৌসুমে যোগ দেওয়ার আগে প্রায় দুই বছর রোমায় ছিলেন মিশরীয় ফরোয়ার্ড। তারপরও সাবেক খেলোয়াড়কে নিয়ে সতর্ক তারা। দলের ডাচ মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যান স্বীকার করলেন, রোমার জন্য ‘দুঃস্বপ্ন’ হতে পারেন সালাহ। তবে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকেও।

এই মৌসুমে ৪১ গোল করে দুর্দান্ত ফর্মে থাকা সালাহর এমন ফর্মে অবাক নয় স্ট্রুটম্যান। তিনি বলেছেন, ‘তার ভালো খেলা দেখে আমি আশ্চর্য নই, অবাক হচ্ছি যে কত সহজে সে গোল করছে এবং গোলমুখের সামনে কতটা আত্মবিশ্বাসী।’

ইংল্যান্ডে স্বতঃস্ফূর্ত সালাহ রোমায় গত মৌসুমে ৪১ ম্যাচে মাত্র ১৯ গোল করেছিলেন। ইতালিতে ঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তবে তার প্রতিভার দেখা ঠিক পেয়েছিলেন রোমার ডাচ মিডফিল্ডার, ‘এখানে সে দারুণ খেলেছিল এবং অনেক অ্যাসিস্ট ও গোল করেছিল। কিন্তু অনেক সুযোগও নষ্ট করেছিল, বিশেষ করে গোলরক্ষকের সামনে।’

এই সালাহকে লিভারপুলে দারুণ ফর্মে দেখে মুগ্ধ স্ট্রুটম্যান, ‘সে কেমন খেলছে সেটা নয়, এখন পর্যন্ত সে কতগুলো গোল করেছে সেটা দেখে আমি বিস্মিত। এখানে সে ছিল প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন এবং এখন ইংল্যান্ডেও একই রকম।’

আত্মবিশ্বাসই মিশরীয় ফরোয়ার্ডকে এগিয়ে নিচ্ছে মনে করছেন রোমার এই মিডফিল্ডার। লিভারপুলের সঙ্গে ‘হেভিওয়েট’ লড়াইয়ে সালাহ তাদের নজরে থাকবেন স্বীকার করলেন স্ট্রুটম্যান, ‘এখন তার অনেক আত্মবিশ্বাস এবং এখন সে নিজেই সুযোগ তৈরি করছে এবং গোল করাও তার জন্য সহজ হয়ে গেছে। আমি মনে করি আত্মবিশ্বাস এই পার্থক্য গড়ে দিয়েছে। আশা করব, আমাদের বিপক্ষে দুটি ম্যাচ খেলে আত্মবিশ্বাস হারাবে সে। আমাদের মাথায় বিশেষ কৌশল (সালাহর জন্য) আছে। কিন্তু এটা কাউকে বলছি না। ইতালিয়ান ডিফেন্স নিয়ে আমি আশাবাদী।’

রোমার ‘বিশেষ পরিকল্পনা’ কতটা ফলপ্রসূ হয় জানা যাবে মঙ্গলবার রাতে। এদিন অ্যানফিল্ডে লিভারপুল স্বাগত জানাবে রোমাকে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা