X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কালই বার্সায় ফিরবেন আলভেস যদি...

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ১৫:৪২আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:০৭

বার্সেলোনার জার্সিতে দানি আলভেসের শিরোপা উদযাপন ২০১৬ সালে ছেড়েছেন বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সাফল্যময় অধ্যায় শেষ করে দানি আলভেস নাম লেখান জুভেন্টাসে। এখন প্যারিস সেন্ত জার্মেইয়ের জার্সি গায়ে খেলা ব্রাজিলিয়ান এই রাইটব্যাক বার্সেলোনায় ফেরার দরজা খোলা রেখেছেন, কাতালান ক্লাব ডাকলেই চলে যাবেন ন্যু ক্যাম্পে।

বার্সেলোনার জার্সিতে আলভেস জিতেছেন ২৩টি শিরোপা। ২০০৮ সালে সেভিয়া থেকে ন্যু ক্যাম্পে যোগ দিয়ে পরিণত হন বার্সেলোনার গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়ে। ট্রেবল জয় দিয়ে বার্সেলোনা অধ্যায় শুরু করা এই রাইটব্যাক ২০১৬ সালে যোগ দেন জুভেন্টাসে। এক বছর পরই তুরিন ছেড়ে চয়ে যান প্যারিসে। তবে এখনও তার হৃদয়ে বার্সেলোনা। কাতালান শহরটি তার কাছে ‘বাড়ির’ মতো। তাই বার্সেলোনা থেকে ডাক এলে ‘কালই’ যোগ দেবেন ন্যু ক্যাম্পে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো টিভি’কে  আলভেস বলেছেন, ‘বার্সেলোনা আমার বাড়ি। তাই আমার পক্ষে বলা সম্ভব না যে, আমি ওখানে ফিরব না। কালই আমি ওখানে (ন্যু ক্যাম্পে) ফিরব, যদি বার্সেলোনা আমাকে ডাকে।’

বার্সেলোনা ছাড়ার মুহূর্তটা কেমন ছিল, এমন প্রশ্নে আলভেসের জবাব, ‘যদি বলি বার্সেলোনা ছাড়ার সময় কষ্ট হয়নি, তবে মিথ্যা বলা হবে। আমার কষ্ট হয়েছিল কারণ বার্সেলোনার ইতিহাস গড়ার পথে আমিও লড়াই করেছিলাম। আট বছরে ২৩ শিরোপা জিতে আমি চলে এসেছি।’

ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের বার্সেলোনা ছাড়া নিয়ে অনেক কথাই শোনা গিয়েছিল। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর ছিল, বার্সেলোনা নতুন চুক্তি করতে রাজি হচ্ছে না তার সঙ্গে। আবারও এও ছাপা হয়েছিল, বার্সেলোনার দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট নন আলভেস। ঘটনা যাইহোক, আলভেস অবশ্য বরাবরই বলে এসেছেন, কাতালান ক্লাব থেকে আরও অনেক সম্মানের দাবিদার ছিলেন তিনি।

একই কথা আরেকবার শুনিয়েছেন এই সাক্ষাৎকারে, ‘অসংখ্য ভালো সময় উপহার দেওয়ার পর শেষ পর্যন্ত তারা আমাকে বিদায় দিয়েছে কোনও সম্মান ছাড়াই। ওরা আমাকে বিদায়ী সংবর্ধনা দিতে চেয়েছিল, আমি বলেছিলাম লাগবে না। কারণ ওই (বার্সেলোনা) জায়গাটাকে আমি নিজের ঘর বলে মনে করি। যে জায়গাকে আপনি ঘর বলে মনে করবেন, তাকে তো আর বিদায় বলা যায় না।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!