X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের আগেই বাংলাদেশে ১০০ বলের ক্রিকেট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৮, ২০:২৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২০:৩৬

তৃতীয় মাস্টার্স ক্রিকেট কার্নিভালের সংবাদ সম্মেলন ২০২০ সাল থেকে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।  তবে ইংল্যান্ডের আগেই বাংলাদেশে হতে যাচ্ছে ১০০ বলের ক্রিকেট।

সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে তৃতীয় মাস্টার্স ক্রিকেট কার্নিভাল হবে নতুন নিয়মে, প্রতি ইনিংস ১০০ বলে।  ১৫ ওভার হবে ছয় বলে, আর শেষ ওভারের দৈর্ঘ্য ১০ বল। আগামী ২ মে থেকে ৫ মে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নেবে পাঁচটি দল – বেক্সিমকো-ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার-চট্টগ্রাম মাস্টার্স, রাজশাহী মাস্টার্স ও খুলনা মাস্টার্স। বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।  

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনের পর প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দের ক্রিকেটারদের বেছে নিয়েছে পাঁচটি দল। ইমোগো স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় গত আসরের মতো এবারও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক  ওয়ালটন।

এর আগে টি-টোয়েন্টি হলেও এবার ১০০ বলের ইনিংসের ব্যাখ্যায় টুর্নামেন্টের আহ্বায়ক আকরাম খান বলেছেন, ‘এটা আমাদের জন্য একটা নতুন আইডিয়া। দেখা যাক কেমন হয়! নতুন নিয়মে এবারের টুর্নামেন্ট আকর্ষণীয় হলে ভবিষ্যতে আবার ১০০ বলের ইনিংস হতে পারে।’

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেছেন, ‘জাতীয় দলের তিন অধিনায়ক আজ এক মঞ্চে। নিকট অতীতে কোনও আয়োজনে জাতীয় দলের তিন অধিনায়ককে একসঙ্গে পাওয়া যায়নি। বাংলাদেশের ক্রিকেটের এখন স্বর্ণযুগ চলছে। এই স্বর্ণযুগের পেছনের কারিগর যারা, তারাই কিন্তু মাস্টার্স ক্রিকেট কার্নিভালে মাঠে নামেন। আমরা আবার তাদের ব্যাটিং-বোলিংয়ের ঝলক দেখবো।’

টুর্নামেন্টের প্রথম আসরে খুলনা মাস্টার্স এককভাবে এবং দ্বিতীয় আসরে একমি রাজশাহী মাস্টার্স ও এক্সপো অলস্টারস মাস্টার্স যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’