X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘রোনালদো? রিয়ালের ভাবা উচিত লেভানদোস্কিকে নিয়ে’

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০১৮, ২১:০৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৮, ২১:০৩

রোনালদোর সঙ্গে লেভানদোস্কি প্রতিপক্ষদের উড়িয়ে আরেকবার ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রমাণ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হেইঙ্কেসের আস্থা আছে তার স্ট্রাইকার রবার্ত লেভানদোস্কির ওপর।

লা লিগা মৌসুমের শুরুতে খুঁজে পাওয়া যায়নি রোনালদোকে। নিজের ছায়ায় বন্দী এই পর্তুগিজ উইঙ্গার অবশ্য চ্যাম্পিয়নস লিগে ছিলেন চেনা রূপে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়েছেন আরও ধারালো। সেই রোনালদোর দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে যখন মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ, তখন দুশ্চিন্তার মেঘ জমাটা স্বাভাবিক জার্মান ক্লাবের আকাশে। রোনালদোকে সমীহ করছেন ব্যাভারিয়ান কোচ হেইঙ্কেস, তবে একই সঙ্গে রিয়ালকে মনে করিয়ে দিয়েছেন তার শিষ্য লেভানদোস্কির কথা।

পোলিশ স্ট্রাইকারের ব্যাপারে রিয়ালের চেয়ে ভালো আর কে জানে। ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে লেভানদোস্কি একাই গুঁড়িয়ে দিয়েছিলেন মাদ্রিদের ক্লাবটিকে। তার ৪ গোলেই ইগনাল ইডুনা পার্কের প্রথম লেগ ডর্টমুন্ড জিতেছিল ৪-১ ব্যবধানে। এবার তিনি রিয়ালের বিপক্ষে নামতে যাচ্ছেন বায়ার্নের জার্সিতে।

চলতি চ্যাম্পিয়নস লিগে এখনই রোনালদোর গোল সংখ্যা ১৫। তাকে সমীহ না করার কোনও কারণ নেই হেইঙ্কেসের, ‘ক্রিস্তিয়ানো রোনালদোকে আমি সম্মান করি। ওর ক্যারিয়ারটা অসাধারণ। তবে চ্যাম্পিয়নস লিগ জিততে হলে আপনাকে একটা দল হয়ে খেলতে হবে।’ রোনালদোকে নিয়ে তাই খুব বেশি চিন্তিত নন বায়ার্ন কোচ, বরং লেভানদোস্কি রিয়ালের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে বলে ইঙ্গিত তার। অভিজ্ঞ এই কোচের বক্তব্য, ‘রবার্ত লেভানদোস্কি নামের আমাদের স্ট্রাইকার, যে কিনা এই মৌসুমে ইতিমধ্যে ৩৯ গোল করেছে। তাই আপনি প্রশ্ন করতেই পারেন- কীভাবে থামাবেন লেভানদোস্কিকে?’

খুব বাজে সময়ে বায়ার্নের দায়িত্ব নিয়েছিলেন হেইঙ্কেস। তবে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে অন্ধকার থেকে আলোতে তুলে আনেন জার্মান ক্লাবকে। ইতিমধ্যে বুন্দেসলিগা জিতিয়েছেন, ব্যাভারিয়ানদের তুলেছেন জার্মান কাপের ফাইনালে, সঙ্গে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকা দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতার হাতছানি হেইঙ্কেসের সামনে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি