X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘পাকিস্তানে ভয়ে ভয়ে গিয়েছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৮, ১৩:০৯আপডেট : ০৪ মে ২০১৮, ১৩:০৯

কোচ ও সতীর্থদের সঙ্গে মাসুদ করিম নিরাপত্তা শঙ্কা নিয়ে দুরুদুরু বুকে পাকিস্তানে গেছেন বাংলাদেশের দুই কাবাডি খেলোয়াড় মাসুদ করিম ও সবুজ মিয়া। প্রথম প্রো-সুপার কাবাডি লিগ খেলতে তারা এখন লাহোরে। বৃহস্পতিবার প্রথম ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন তারা এবং শুরুতেই মুখোমুখি দুই বাংলাদেশি। মাসুদের করাচি জোরাওয়ার্সে হারিয়েছে সবুজের শাহীওয়াল বুলসকে। বেশ ভয় নিয়ে খেলতে গিয়েছিলেন তারা দুজন, কিন্তু সেটা কেটে গেছে পাকিস্তানের জোরদার নিরাপত্তা ব্যবস্থা দেখে। শারীরিক গড়নে পিছিয়ে থাকায় কিছুটা অবজ্ঞার শিকার হয়েছেন মাসুদ, তবে তার জবাব দিলেন দারুণ পারফরম্যান্স দেখিয়ে।

প্রথম দিনই প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছে তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হয়েছিলেন বাংলাদেশের দুই খেলোয়াড়। সেটার জবাব দিয়েছেন কোর্টের পারফরম্যান্সে। ২ থেকে ১০ মে লাহোরে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগে শুরুতে বাংলাদেশের দুই খেলোয়াড় পাকিস্তানে যাওয়া নিয়ে সংশয়ে ছিলেন। তবে সেখানে পৌঁছানোর পর তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। বদলে দিয়েছেন বাংলাদেশের কাবাডি খেলোয়াড়দের নিয়ে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গিও।

লাহোরের হোটেল থেকে ভেন্যুর পথ ১০ মিনিটের মতো। আসতে-যেতে পুলিশি পাহাড়া তো ছিলই। রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহলও দেখার মতো। আর ভেন্যু ও হোটেল জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাসুদ বাংলা ট্রিবিউনের কাছে ব্যক্ত করলেন সেই পরিবেশের কথা, ‘শুরুতে পাকিস্তানে যাব কিনা ভয়ে ছিলাম, গেলে কিনা জানি হয়। কতটুকু নিরাপদ দেশ, সেই চিন্তায় ছিলাম। সেখানে যাওয়ার পর কঠোর নিরাপত্তা দেখে ভয় অনেকটা কেটে গেছে। পুলিশ-সেনাবাহিনী আমাদের চারদিকে দেখতে পাচ্ছি। অল্প দূরত্বে একের পর এক চেকপোস্ট তো আছেই। আমাদের এসকর্ট করে ভেন্যুতে নিয়ে যাচ্ছে। আবার পৌঁছেও দিচ্ছে। এছাড়া এখানে যাদের সঙ্গে কথা বলেছি, তারাই নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছে।’

পাকিস্তানের খেলোয়াড়রা শারীরিক গঠনে বাংলাদেশের চেয়ে এগিয়ে। এই নিয়ে মাসুদকে খোঁচাও শুনতে হয়েছে, “প্রথম ম্যাচে কোর্টে নামার আগে প্রতিপক্ষের একজন তো আমাকে দেখে বেশ তুচ্ছ-তাচ্ছিল্য করল। এক পর্যায়ে সে বলেই ফেলল, ‘ও বাংলাদেশি ছোটা হাঁয়, হামকো সাথ নাহি পারে গা।’’ তখন থেকেই জেদ ছিল। কোর্টে সুযোগ পেলেই তাকে ধরাশায়ী করব, করেছিও। শেষে অবশ্য সে আমাকে অভিনন্দন জানিয়েছে। আমাদের দেখার জন্য অন্য খেলোয়াড়রা ছুটে এসেছিল। আমার কোচও শুরুতে আস্থা পায়নি। কিন্তু যখন ভালো খেললাম, চার পয়েন্ট পেলাম তখন থেকে কোচের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এক পয়েন্ট হারিয়েছি আমি।”

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ