X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইসলামিক সলিডারিটি আর্চারি শুরু রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ২১:০৩আপডেট : ০৫ মে ২০১৮, ২১:০৮

শিরোপা ধরে রাখাই বাংলাদেশের লক্ষ্য রবিবার ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। চার দিনের এই টুর্নামেন্টে ১০টি স্বর্ণপদকের জন্য লড়াই করবে স্বাগতিক বাংলাদেশ সহ ১৮টি দেশ।

গত বছর ছয়টি স্বর্ণপদক জিতে প্রতিযোগিতার সেরা দল হয়েছিল বাংলাদেশ। এবার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ স্বাগতিক দল। প্রতিযোগিতায় নেপাল অংশ নিচ্ছে  আমন্ত্রিত দল হিসেবে। বিশ্ব আর্চারি ফেডারেশনের স্বীকৃতি প্রাপ্ত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী ইরাক, তুরস্ক এবং সৌদি আরব।

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন চপল বলেছেন, ‘এবারের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ইরাকের একজন আর্চার বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। আরও কয়েকজন ভালো আর্চার আছেন। তবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো। ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন থেকে রেজাল্ট সিস্টেম পেয়েছি। এবার ভালো ভাবেই প্রতিযোগিতা হবে।’

কয়েক দিন ধরে ঢাকায় ঝড়-বৃষ্টি হলেও প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে আয়োজনে তিনি আশাবাদী, ‘১০০ কিলোমিটার বেগে ঝড় এলেও খেলা হবে, খালি চোখে টার্গেট প্লেস দেখা পর্যন্ত খেলা চলবে। আশা করি, প্রতিকূল পরিবেশে তেমন সমস্যা হবে না।’ 

আর্চারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, ‘আমরা আর্চারিকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। সেজন্য আমাদের অনেক পরিকল্পনা আছে। সে সব পরিকল্পনার মধ্যে অন্যতম বিভিন্ন জেলায় ট্যালেন্ট হান্ট।’

ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সালেহ আল গার্নেস একটি সুসংবাদ দিয়েছেন বাংলাদেশকে, ‘প্রতিযোগিতা ঘিরে বাংলাদেশের এত উৎসাহ দেখে আমরা খুব খুশি। আগামী তিন বছর এখানেই হবে এ প্রতিযোগিতা।’

বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকের কথা, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা এ বছরের এশিয়ান গেমস সামনে রেখে এগোচ্ছি।  ইসলামিক সলিডারিটি প্রতিযোগিতায় যতটা সম্ভব ভালো করাই আমাদের লক্ষ্য।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি