X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েও আফসোস রোকসানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ২২:০৯আপডেট : ০৯ মে ২০১৮, ২২:১৭

রোকসানা আক্তার। প্রথম আন্তর্জাতিক ইসলামিক সলিডারিটি আর্চারিতে হতাশ হতে হয়েছিল রোকসানা আক্তারকে। বাদ পড়েছিলেন প্রথম রাউন্ডে। দ্বিতীয় আসরে সেই রোকসানাই জিতেছেন স্বর্ণপদক। মেয়েদের কমপাউন্ড ইভেন্টে হারিয়েছেন ইরাকের ফাতিমা আলমাশদানিকে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বযুব চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছিলেন ফাতিমা আলমাশদানি।  সেই ফাতিমাকেই উত্তেজনাপূর্ণ ম্যাচে রোকসানা হারিয়েছেন ১৩৬-১৩৩ পয়েন্টে।

প্রথম আসরে হতাশ হওয়া রোকসানা এবারের আসরে ছিলেন আরও শাণিত।  যার প্রমাণ দিয়েছেন স্বর্ণ জিতে।  এমন ফলাফলের পর তৃপ্তি ঝরেছে রোকসানা আক্তারের কণ্ঠে, ‘প্রথমবার আমার ফলাফল খুব খারাপ ছিল। এলিমিনেশন রাউন্ডে বাদ পড়ি। হাতে ব্যথা নিয়ে খেলছিলাম বলে বেশি স্কোর পাইনি। এবার সবার উৎসাহতেই পদক এসেছে।’

বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ জয়ী ফাতিমাকে হারিয়েছেন। এমন প্রতিদ্বন্দ্বী পেয়ে শুরুতে নড়বড়ে ছিলেন রোকসানা, ‘ও গত বার স্বর্ণ জিতেছিল। এবার চাপে ছিলাম, ভাবছিলাম ফাতিমার সঙ্গে পারবো কিনা।  তবে এর জন্য অনেক ভালো করে অনুশীলন করেছি। আর্চারিতে শেষ অ্যারোর আগে কিছু বলা যায় না। প্রথম এন্ডে তবুও খারাপ করেছি। পরে ব্যাকআপ করেছি। এবার এমন প্রতিযোগীকে হারিয়েই স্বর্ণ জিতেছি। তাই বেশ ভালো লাগছে।’

২০১১ সালে আর্চারিতে অভিষেক। পরের বছর সেনাবাহিনীতে চাকরি। তিন ভাই বোন, বাবা আবদুল কাদের ট্রাক চালক।  এমন পরিবার থেকে এই পর্যন্ত আসতে চড়াই-উতরাই পার হতে হয়েছে।  পরিবার থেকে যতটুকু সমর্থন পেয়েছিলেন বিয়ের পর রোকসানার অবস্থায় দাঁড়ায় আরও জটিলতর, ‘বিয়ের আগে বাবা মা পরিবারের সবাই সমর্থন করতো। বিয়ে হয়েছে দুই বছর। শ্বশুর বাড়ি থেকে শুরু থেকে তেমন সমর্থন পেতাম না। কারণ গ্রামের মানুষ খেলাধুলা সেভাবে পছন্দ করে না। চাকরিও পছন্দ করে না। চেয়েছিলেন যেন আমি চাকরি ছেড়ে দেই। দুবার চাকরি ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করেছে। কিন্তু ছাড়িনি।’

এমন জটিলতায় সব বাধা পেরুনে সম্ভব হয়েছে যখন স্বামী মোতালেব হোসেন তার পাশে দাঁড়িয়েছেন, ‘আমার স্বামী আমাকে অনেক সমর্থন দিয়েছেন। তাই এখন সংসার ও খেলা দুটোই সামলাচ্ছি।’

প্রাপ্তির উল্টো পিঠে আফসোসও কাজ করছে রোকসানার। অলিম্পিকে আর্চারিতে কমপাউন্ড ইভেন্ট নেই বলেই এমন আফসোস তার,‘আর্চারিতে অলিম্পিকে কমপাউন্ড ইভেন্ট নেই। অলিম্পিকে খেলতে পারব না। এতে আফসোস লাগে। কারণ একজন আর্চারের সর্বোচ্চ স্বপ্ন তো অলিম্পিক। ’

অলিম্পিকে না হলেও এশিয়ান গেমসে অংশ নেবেন রোকসানা, ‘আমাদের কম্পাউন্ডে এখন ভালো ফল হচ্ছে।  তাই এশিয়ান গেমসে কম্পাউন্ড ইভেন্টে অবশ্যই অংশ নিবো।’

রোকসানার ইভেন্টে উত্তেজনা কম হয়নি।  হট্টগোল ও আপত্তিকর ঘটনাও ঘটেছিল।  যদিও শেষ পর্যন্ত তারই কৃতিত্বে বাংলাদেশের ঝুলিতে গেছে একটি স্বর্ণপদ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা